বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা

কাতার বিশ্বকাপ বাছাই পর্ব ও ২০২৩ এশিয়ান কাপের বাংলাদেশ চূড়ান্ত হয়েছে। এই দলে আছেন ২৩ ফুটবলার। আজ শনিবার দলটি ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
দুই সপ্তাহ আগে ২৫ সদস্যের প্রাথমিক দল জানিয়েছিলেন জেমি ডে। সেই দলে গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেলকে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রাখা হয়। তবে শেষ পর্যন্ত আর মূল দলে আসার সুযোগ পাননি হিমেল। তাঁর সঙ্গে ডিফেন্ডার মনজুর রহমান মানিক ও নুরুল নাঈম ফয়সালকে বাদ দেওয়া হয়েছে।
১০ দিনের অনুশীলন ক্যাম্প শেষে কাতার বিশ্বকাপ বাছাই ও ২০২৩ এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে আগামীকাল রোববার তাজিকিস্তান যাচ্ছে বাংলাদেশ। দেশটির দুশনাবেতে আগামী ১০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবেন জেমি ডের শিষ্যরা। অবশ্য মূল ম্যাচের আগে ৩ ও ৫ সেপ্টেম্বর স্থানীয় দুই দল এফসি কুকটোস ও সিএসকে পামিরের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
বাংলাদেশ দল : আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, ইয়াসিন খান, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, মাশুক মিয়া জনি, জামাল ভূইয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, রবিউল হাসান, বিপলু আহমেদ, আরিফুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, নাবীব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন ও জুয়েল রানা।