লিভারপুলের জয়ের দিনে ফিরমিনোর রেকর্ড

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ছন্দ ধরে রেখেছে লিভারপুল। গতকাল শনিবার বার্নলির বিপক্ষে লিগে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে দলটি। লিভারপুলের জয়ের দিনে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে ৫০ গোলের রেকর্ড স্পর্শ করলেন ফিরমিনো।
বার্নলির মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে ৩-০ গোলে জিতেছে লিভারপুল। দলের পক্ষে গোল করেন ক্রিস উড, সাদিও মানে ও রবার্তো ফিরমিনো।
এদিন ম্যাচের ৩৩তম মিনিটে প্রথম গোল পায় লিভারপুল। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের উঁচু করে নেওয়া শট ক্রিস উডের মাথায় লেগে ক্রসবার ঘেঁষে জালে জড়ায়। চার মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। ডি-বক্সের বাইরে থেকে নিখুঁত শটে ঠিকানায় পাঠান এই ফরোয়ার্ড।
২-০ স্কোরলাইনে প্রথমার্ধ শেষ করা লিভারপুল মাঝে আর গোলের দেখা পায়নি। ম্যাচের ৮০তম মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয় লিভারপুল। অতিথিদের এবারের গোলের নায়ক ফিরমিনো। যার মাধ্যমে অনন্য ইতিহাসে নিজের নাম লেখান ব্রাজিলের এই তারকা।
চার ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে লিভারপুল। তিন জয় ও এক ড্রতে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানসিটি। ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে লেস্টার সিটি।
দিনের আরেক ম্যাচে সাউদাম্পটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্ট্যামফোর্ড ব্রিজে শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করে চেলসি। আর ইতিহাদ স্টেডিয়ামে অ্যালবিয়নকে ৪-০ ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।