টস করেই ইতিহাসের পাতায় রশিদ খান

বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে টস করতে নেমেই রেকর্ড বইয়ে নাম ওঠালেন আফগান তারকা রশিদ খান। নেতৃত্ব পাওয়ার প্রথম ম্যাচের মাধ্যমে টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে রেকর্ড গড়লেন এই লেগস্পিনার।
বিশ্বকাপের ভরাডুবির পর আফগানিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কত্ব দেওয়া হয় রশিদ খানের কাঁধে। নতুন দায়িত্ব নিয়ে তরুণ এই ক্রিকেটারের প্রথম সফর বাংলাদেশ। আজ বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে টসের পর তিনিই হলেন সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক।
চট্টগ্রাম টেস্টে টস করার দিনে রশিদ খানের বয়স ২০ বছর ৩৫০ দিন। এত কম বয়সে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেননি কেউ। এর আগে সর্বকনিষ্ঠ অধিনায়ক ছিলেন জিম্বাবুয়ের টাটেন্ডা টাইবু। অভিষেকের দিন তাঁর বয়স ছিল ২০ বছর ৩৫৮ দিন। টাইবুর আগে জায়গাটি দখলে ছিল ভারতের মনসুর আলি খান পতৌদির অধীনে। ২১ বছর ৭৭ দিন বয়সে অধিনায়ক হিসেবে তাঁর যাত্রা শুরু হয়।
টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সী অধিনায়কের তালিকায় আছেন বাংলাদেশের দুজন। তাঁরা হলেন সাকিব আল হাসান ও মোহাম্মদ আশরাফুল। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে মাশরাফি বিন মুর্তজা ইনজুরি হলে নেতৃত্ব দেওয়া হয় সাকিবকে। তখন তাঁর বয়স ছিল ২২ বছর ১১৫ দিন। আর ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টস করতে নামার সময় মোহাম্মদ আশরাফুলের বয়স ছিল ২২ বছর ৩৫৩ দিন।
সবচেয়ে কম বয়সে নেতৃত্ব দেওয়ার অনুভূতি নিয়ে গতকাল বুধবার রশিদ খান বলেন, ‘এত কম বয়সে দলকে নেতৃত্ব দিতে পারা দারুণ ব্যাপার। অনেক কম বয়সেই অনেক কিছু শেখার অনেক বড় সুযোগ এটি আমার জন্য। নেতৃত্ব দেওয়া বাদ দিন, দলে থাকাটাই অনেক বড় ব্যাপার। টেস্টে দলের প্রতিনিধিত্ব করাই আমার জন্য অনেক গর্বের ও তৃপ্তির। সেখানে দলকে নেতৃত্ব দিতে পারা আরো বেশি স্পেশাল ও রোমাঞ্চকর।’