বাছাইপর্বে ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা বাংলাদেশের

থাইল্যান্ডকে বাংলাদেশ হারিয়েছিল ব্যাটে-বলে দারুণ সব কীর্তি গড়ে। রেকর্ড ভাঙাগড়ার ম্যাচে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের শুরুটাও হয়েছে মনে রাখার মতো। নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে আজ রোববার (১৩ এপ্রিল) মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
প্রথম ম্যাচের সুখস্মৃতি সঙ্গী করেই নামবেন জ্যোতি-ফাহিমারা। বাংলাদেশের জার্সিতে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি করা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির প্রত্যাশা, দ্বিতীয় ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখা। থাইল্যান্ডের বিপক্ষে ৭৮ বলে করা সেঞ্চুরিটি ওয়ানডেতেই তার প্রথম। অল্পের জন্য সেদিন সেঞ্চুরি পাননি শারমিন আক্তার সুপ্তি। ৯৪ রানে অপরাজিত থাকেন শারমিন।
শারমিনের শতরান হলে একই ম্যাচে জোড়া সেঞ্চুরির পাশাপাশি জোড়া ফাইফার দেখত বাংলাদেশ। কারণ বল হাতে সেদিন ৫টি করে উইকেট নিয়েছিলেন ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস। দুই স্পিনারের কন্ঠেই ভালো করার প্রত্যয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক ভিডিওতে জান্নাত বলেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন ধারাবাহিকতা ধরে রাখতে পারি। সবগুলো ম্যাচে জয় তুলে নিয়ে যেন বিশ্বকাপের মূলপর্বে যেতে পারি।’