সাফল্যের খোঁজে মাঠে নেমেছে বাংলাদেশ
চার স্পেশালিস্ট ও পার্টটাইম তিনজনসহ মোট সাত স্পিনার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামে বাংলাদেশ। কিন্তু সাত স্পিনারের ফায়দা তুলতে পারেনি স্বাগতিকরা। উল্টো চট্টগ্রামের স্পিন-নির্ভর উইকেটে প্রথম দিনে ব্যাটিং দাপট দেখালেন রহমত শাহ ও আসগর আফগানরা।
পাঁচ উইকেটে ২৭১ রানের পুঁজি নিয়ে আজ দ্বিতীয় দিন শুরু করেছে আফগানিস্তান। উইকেটে ৮৮ রানে অপরাজিত আছেন আসগর আফগান। তাঁর সঙ্গে ৩৫ রানে অপরাজিত আফসার জাজাই। দ্বিতীয় দিনে অতিথিদের লক্ষ্য বড় ইনিংস দাঁড় করানো। আর বাংলাদেশের টার্গেট দ্রুত বাকি উইকেটগুলো নিয়ে প্রতিপক্ষকে থামিয়ে দেওয়া।
টেস্ট ক্রিকেটে একেবারেই নবীন আফগানিস্তান। কিন্তু গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে আফগান ব্যাটসম্যানরা যে পারফরম্যান্স করেছেন, তাতে প্রমাণ হলো, ধৈর্যের খেলায় তাঁরাও অনেক পরিণত।
অবশ্য বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলাম মনে করেন, ম্যাচ এখনো প্রত্যাশার বাইরে চলে যায়নি। ম্যাচ নিজেদের করে নিতেই আগামীকাল মাঠে নামতে চান তাঁরা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিন শেষে সম্মেলনে তাইজুল বলেন, ‘না, ম্যাচ এখনো প্রত্যাশার বাইরে যায়নি। উইকেটটা এখন ‘মুখস্থ উইকেট’ হয়ে গেছে। উইকেটে মাঝেমধ্যে যদি টার্ন করত বা মাঝেমধ্যে সোজা যেত, তাহলে আরো সহজ হতো।’
দিন শেষে বাংলাদেশ সঠিক অবস্থানে আছে কি না, এমন প্রশ্নের জবাবে তাইজুল বলেন, ‘আমরা এখনো সঠিক জায়গাতেই আছি। উইকেটের পরিস্থিতি যেমন, তাতে খারাপ হয়েছে আমি বলব না। যা আশা করেছিলাম, উইকেট দেখে তেমনটাই মনে হয়েছে। আর এখানে পেস বোলার নিয়ে আসলে লাভ হতো না। পেস বোলারকে হয়তো দু-তিন ওভারও বল করানো যেত না। তাই স্পিনারদের খেলানোই ভালো। উইকেট দেখে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা সঠিকই ছিল।’