নেইমারের ‘অসম্ভব’ এক গোল!
বাম প্রান্ত দিয়ে বল নিয়ে ছুটছিলেন সুয়ারেজ। মাঝ বরাবর দৌড়াচ্ছেন নেইমার। সামনে রক্ষণভাগের তিনজন। তাঁদেরও পেছনে গোলরক্ষক। বলটা ভাসিয়ে দিয়ে নেইমারকে পাস দিলেন সুয়ারেজ। ততক্ষণে নেইমার ডি বক্সের ভেতরে। এরপর যা হলো, তা ইতিহাস।
অসাধারণভাবে প্রতিপক্ষের রক্ষণভাগকে বোকা বানিয়ে বল জড়িয়ে দিলেন জালে। খেলা শেষে নেইমার জানালেন, এমন কিছু করার পরিকল্পনা ছিল তাঁর।
গত রোববার স্প্যানিশ লিগে ভিল্লারিয়ালের বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। আর খেলার তৃতীয় গোলটি জাদুকরি ভঙ্গিতে করেছেন নেইমার।
গোলটিকে তুলনা করা হচ্ছে ১৯৯৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে করা ইংরেজ ফুটবলার পল গ্যাসকোয়েনের করা গোলের সঙ্গে।
সুয়ারেজের কাছ থেকে উড়ে আসা বলটি একবার মাটিতে পড়ে নেইমারের পায়ে আসে। বলটি ফ্লিক করে প্রতিপক্ষের মাথার ওপর দিয়ে ঘুরিয়ে করলেন জোরালো ভলি। গোলরক্ষকের কিছুই করার ছিল না।
মেইল অনলাইনের কাছে নেইমার বলেন, ‘দলে অবদান রাখতে পেরে আমি খুশি। আমি মনে করি আমার আরো উন্নতি করার আছে। আমরা ভিল্লারিয়ালের বিপক্ষে ভালো খেলেছি। আমাদের অনেক সুযোগ হয়েছিল গোল করার। আমাদের এ খেলাটা চালিয়ে যেতে হবে।’