আর্জেন্টিনা-যুদ্ধে ব্রাজিলের অনুপ্রেরণা নেইমার
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই যেন ‘যুদ্ধ’, ফুটবল-দুনিয়ায় সাড়া পড়ে যাওয়া। ফুটবলের দুই জনপ্রিয় দলের লড়াইয়ে সারা পৃথিবীর মতো আমাদের দেশও দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আগামী ১২ নভেম্বরও হবে। কারণ, সেদিন বিশ্বকাপ বাছাইপর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর বহু প্রতীক্ষার লড়াই। যে লড়াইয়ে ব্রাজিল পাশে পাচ্ছে দলের সেরা তারকা নেইমারকে।
গত জুনে কোপা আমেরিকার গ্রুপ পর্বে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে অখেলোয়াড়সুলভ আচরণের কারণে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন নেইমার। শাস্তির মেয়াদ শেষ। তাই বার্সেলোনা তারকাকে দলে নিতে দেরি করেননি ব্রাজিল কোচ দুঙ্গা। দুই ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল দলে নতুন মুখ ক্যাসিও। ‘সেলেসাও’দের দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন এই গোলরক্ষক। তবে দুই ফরোয়ার্ড লুকাস আর ফিলিপে কোচিনিয়োর জায়গা হয়নি।
২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটা একদমই ভালো হয়নি ব্রাজিলের। অক্টোবরের ৯ তারিখে প্রথম ম্যাচেই চিলির কাছে হার মেনেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পাঁচ দিন পর ভেনেজুয়েলাকে হারিয়ে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে দুঙ্গার দল। সামনের ম্যাচ দুটো ব্রাজিলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ১২ নভেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে ‘অগ্নিপরীক্ষা’ দেওয়ার পাঁচ দিন পর ঘরের মাঠ সালভাদরে পেরুকে স্বাগত জানাবে তারা।
দুঙ্গা অবশ্য তাকিয়ে আছেন প্রথম ম্যাচের দিকে, ‘আর্জেন্টিনার মুখোমুখি হওয়া মানেই যুদ্ধের আবহ। এ লড়াইয়ে খুঁটিনাটি বিষয়ও ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা জানি যে প্রতিটি ট্যাকল আর পাসও ফলাফল নির্ধারক হয়ে উঠতে পারে। সাফল্যের জন্য খেলায় সম্পূর্ণ মনোযোগ আর সেরাটা ঢেলে দিতে হবে আমাদের।’
গত ২৬ সেপ্টেম্বর স্প্যানিশ লা লিগার একটি ম্যাচে হাঁটুতে চোট পাওয়ায় সাত থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে লিওনেল মেসিকে। যার অর্থ, ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা নেই বার্সেলোনা তারকার। তবে চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার না খেললেও সবচেয়ে বড় ‘শত্রু’কে নিয়ে ভীষণ সতর্ক দুঙ্গা, ‘নেইমারকে ফিরে পেয়ে আমরা আনন্দিত। এটা আমাদের (সাফল্যের) সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। তবে আর্জেন্টিনারও অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। মেসির মতো খেলোয়াড় না থাকলেও সেই ধাক্কা তারা ভালোভাবেই সামলে উঠতে পারবে।’
ব্রাজিল দল
গোলরক্ষক : জেফারসন, আলিসন, ক্যাসিও।
ডিফেন্ডার : দাভিদ লুইজ, মার্কিনহস, মিরান্দা, দানি আলভেস, ফিলিপে লুইস, দানিলো, জিউ, মার্সেলো।
মিডফিল্ডার : লুইজ গুস্তাভো, এলিয়াস, ফার্নান্দিনিয়ো, অস্কার, উইলিয়ান, কাকা, লুকাস লিমা, রেনাতো আগুস্তো।
ফরোয়ার্ড : নেইমার, হাল্ক, দগলাস কস্তা, রিকার্দো অলিভেইরা।