ধোনির অবসর গুজব উড়িয়ে দিলেন সাক্ষী

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির একটি টুইটকে ঘিরে শুরু হয়েছে এই আলোচনা। যেখানে ধোনির সঙ্গে কোহলি নিজের ছবি পোস্ট করে লিখেছেন, ‘এই ম্যাচটা আমি কোনোদিন ভুলতে পারব না। রাতটা সত্যিই স্পেশাল ছিল। এই মানুষটা আমাকে সত্যিকারের ফিটনেস টেস্ট দিতে বাধ্য করেছিলেন।’
কোহলির এমন টুইটে অনেক মনে করেন, ধোনি হয়তো ক্রিকেট থেকে পুরোপুরি সরে দাঁড়াচ্ছেন। ভারতীয় ক্রিকেটে বিষয়টি আলোচনা শুরু হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় বইতে শুরু করে।
বিষয়টি নিয়ে তাই মুখ খুলতে বাধ্য হলেন ধোনির স্ত্রী সাক্ষী। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘একেই বলে জল্পনা।’ তাঁর এই টুইটের পরেই আলোচনা বন্ধ হয়।
উল্লেখ্য, আলোচিত ম্যাচটি ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ছবিতে কোহলিকে দেখা যাচ্ছে হাঁটু গেড়ে বসে ব্যাট সোজা ধরে রেখেছেন মাথার ওপরে। আর ধোনিকে দেখা যায় ব্যাট নিয়ে এগিয়ে যাচ্ছেন কোহলির দিকে।
এদিকে ভারতীয় জাতীয় দলের প্রধান নির্বাচক এম এস প্রসাদ এ ব্যাপারে জানিয়েছেন, ‘ধোনির অবসর নিয়ে কোনো আপডেট নেই। খবরটি ভুল।’