আবারও নিষিদ্ধ হলেন ধনঞ্জয়া
সময়টা বেশ ভালো যাচ্ছিল শ্রীলঙ্কান বোলার আকিলা ধনঞ্জয়ার। কিন্তু সেটা বেশিদিন স্থায়ী হলো না। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে এই বোলারকে। বোলিং অ্যাকশনের জন্য এই নিয়ে দ্বিতীয়বার নিষিদ্ধ হলেন লঙ্কান স্পিনার।
নিউজিল্যান্ডের বিপক্ষে গত মাসে গল টেস্টে আইসিসির সন্দেহের তালিকায় পড়েন ধনঞ্জয়া। সেই টেস্টে দুই ইনিংসে ৬২ ওভার বোলিং করে ছয় উইকেট নিয়ে নিয়ে দলের জয়ে ভূমিকা রাখেন তিনি। কিন্তু বোলিং সন্দেহের কারণে ১৪ দিনের মধ্যে পরীক্ষা দিতে হয় তাঁকে।
পরীক্ষার পর জানা গেল ধনঞ্জয়ার অ্যাকশন বৈধ মাত্রার বেশি ছাড়ায়। ফলে আইসিসির নিয়ম অনুসারে ১২ মাসের জন্য নিষিদ্ধ করা হলো এই লঙ্কান স্পিনারকে।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘এক বছরের নিষেধাজ্ঞা শেষ হলেই কেবল নতুন করে অ্যাকশনের বৈধতা পেতে পরীক্ষা দিতে পারবে ধনঞ্জয়া।’
এর আগে গত বছর বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ করা হয় ধনঞ্জয়াকে। পরে নিজের বোলিং শুধরে মাঠে ফিরেন তিনি। তবে স্থায়ী হতে পারলেন না। ১০ মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার সন্দেহের মুখে পড়েন ধনঞ্জয়া। আইসিসির নিয়ম অনুযায়ী, দুই বছরের মধ্যে যদি কোনো বোলারের অ্যাকশনে দুবার প্রশ্নবিদ্ধ হয়, তাহলে তাঁকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়। সেই নিয়ম অনুসারেই এত দিনের শাস্তি পেলেন ধনঞ্জয়া।