জিম্বাবুয়েকে যেভাবে চেপে ধরেছিলেন মুস্তাফিজ
ওয়ানডেতে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ের ইনিংসের শেষ পর্যায়ে আক্ষরিক অর্থেই প্রতিপক্ষকে চেপে ধরেছিলেন তরুণ এই বাঁহাতি পেসার। ব্যাটসম্যানকে একেবারে ঘিরে ধরে এমন ফিল্ডিং সাজাতে খুব কমই দেখা যায় ওয়ানডে ক্রিকেটে। বুধবার ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে দারুণ আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়ে মাশরাফিরা যেন নতুন এক বার্তাই দিয়েছেন ক্রিকেটবিশ্বকে : বাংলাদেশের বিপক্ষে খেলতে হবে সমীহ নিয়েই।
৪১তম ওভারে টানা দুই বলে দুই উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। সম্ভাবনা জাগিয়েছিলেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের। শেষ পর্যন্ত অবশ্য সেটা হয়নি। তবে নিজের পরের ওভারে আবারো ধাক্কা দিয়েছিলেন জিম্বাবুয়েকে। নিজের বলে নিজেই ক্যাচ ধরে সাজঘরে ফিরিয়েছিলেন তিনাশে পানিয়াঙ্গারাকে। এর পর উইকেটে আসেন জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান তাউরাই মুজারাবানি। দ্রুতই তাঁকে আউট করার জন্য বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সাজান আক্রমণাত্মক ফিল্ডিং। পাঁচটি স্লিপ ও তিনটি গালি নিয়ে এমন ফিল্ডিং আগে খুব কমই সাজাতে দেখা গেছে বাংলাদেশকে।
ওভারের শেষ চারটি বলে মুস্তাফিজ অবশ্য কোনো উইকেট পাননি। কিন্তু জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের যে ভয়াবহ চাপের মুখে ফেলেছিলেন, তা নিঃসন্দেহে বলা যায়। বলগুলো কোনোমতে খেলে ওভারটি শেষ করেছিলেন মুজারবানি। চার বল থেকে আসেনি কোনো রান। পরের ওভারে সাব্বির রহমানের বলে মুজারবানি আউট হয়েছিলেন রানের খাতা না খুলেই।
মুস্তাফিজের জন্য নজিরবিহীন এই আক্রমণাত্মক ফিল্ডিং সাজানোকে ম্যাচের সেরা মুহূর্ত বলে উল্লেখ করেছেন মুশফিকুর রহিম। স্মরণীয় এই মুহূর্তের ছবি দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘একটা সময় ছিল যখন প্রতিপক্ষরা বাংলাদেশের বিপক্ষে এ ধরনের ফিল্ডিং সাজাত। কিন্তু আজ আমরা একই কাজ করছি প্রতিপক্ষের বিপক্ষে। নিঃসন্দেহে এটা ম্যাচের সেরা মুহূর্ত।’