প্রথম এল ক্লাসিকোর সূচি প্রকাশ

এল ক্লাসিকো! ফুটবল প্রেমীদের কাছে অনেক কাঙ্ক্ষিত একটি লড়াই। স্প্যানিশ লা লিগার প্রতি মৌসুমের সূচি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই ক্যালেন্ডারে এই লড়াইয়ের তারিখে দাগ পড়ে যায়। ম্যাচটিকে ঘিরে কত অপেক্ষা, আনন্দ ও উত্তেজনাই না থাকে। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ ছাড়ার পর সেই দিন ফুরিয়ে গেছে। তবুও এল ক্লাসিকো বলে কথা!
চলতি মৌসুমের রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার প্রথম ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে লা লিগ কর্তৃপক্ষ। আগামী ২৬ অক্টোবর মুখোমুখি হবে দুদল। গতবারের ন্যায় এবারও ন্যু ক্যাম্পে হবে রিয়াল-বার্সার প্রথম লড়াই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। তবে ফিরতি লেগের সময় এখনো জানায়নি লিগ কর্তৃপক্ষ। আগামী বছর ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে রিয়াল মাদ্রিদে ফিরতি লেগে বার্সাকে আমন্ত্রণ জানানোর কথা রয়েছে।
গত মৌসুমেও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল-বার্সার প্রথম লড়াই হয়েছিল মেসিদের ঘরের মাঠে। সে ম্যাচে লুইস সুয়ারেজের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদকে ৫-১ গোলে হারায় বার্সেলোনা। ফিরতি দেখাতেও সান্তিয়াগো বার্নাব্যুতে জয় পায় লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
চলতি লিগে খুব একটা ভালো অবস্থায় নেই বার্সেলোনা। এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে মাত্র তিনটিতে জয়ের দেখা পেয়েছে দলটি। বাকি তিনটির দুটিতে হার, একটিতে ড্র। এ ছাড়া ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে লিগ চ্যাম্পিয়নরা। অন্যদিকে নতুন মৌসুমে কিছুটা ছন্দহীন হলেও লা লিগায় এখন পর্যন্ত হারের মুখ দেখেনি রিয়াল। ছয় ম্যাচ খেলে জয় তুলে নিয়েছে চারটিতে, বাকি দুটিতে ড্র।