জুবায়েরের প্রতি মাশরাফির আস্থা
জীবনের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে প্রথম ওভারেই ১৭ রান দিয়েছিলেন
জুবায়ের হোসেন। অনেকের মনেই তাই প্রশ্ন জেগেছিল, এই তরুণ লেগস্পিনারের ২০ ওভারের আক্রমণাত্মক ক্রিকেটে খেলার যোগ্যতা আছে কি না।
মাশরাফি বিন মুর্তজা অবশ্য তাঁর প্রতি ঠিকই আস্থা রেখেছেন। আবার বল তুলে দিয়েছেন জুবায়েরের হাতে। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে নিজের দ্বিতীয় ওভারে মাত্র তিন রানের বিনিময়ে দুই উইকেট তু্লে নিয়েছেন তিনি। জিম্বাবুয়েকে অল্প রানে বেঁধে রাখতে তাঁর ভূমিকাও কম নয়।
খেলা শেষে মাশরাফি জানালেন, জুবায়েরের হাতে আবার বল তুলে দেওয়ার সিদ্ধান্ত সহজে নিতে পারেননি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজ জুবায়ের আমাদের দলের প্রধান স্পিনার ছিল। তার প্রতি আমার বরাবরই আস্থা ছিল। প্রথম ওভারে ১৭ রান দেওয়ার পর দ্বিতীয়বার তার হাতে বল তুলে দেওয়ার সিদ্ধান্ত বেশ চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। তবে জুবায়ের আমার আস্থার প্রতিদান দিয়েছে।’
বাংলাদেশ অধিনায়কের দৃঢ় বিশ্বাস, ভবিষ্যতে জুবায়ের অনেক ভালো করতে পারবে, ‘প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামায় সে হয়তো কিছুটা চাপে ছিল। এটা হতেই পারে। তবে ভবিষ্যতে অনেক ভালো করার সামর্থ্য রয়েছে তার।’
অভিষেক টি-টোয়েন্টিতে দুই ওভার বল করে ২০ রান দিয়ে দুই উইকেট নেওয়া জুবায়ের ছয়টি টেস্টে খেলে ১৬ উইকেট নিয়েছেন। ওয়ানডেতে অবশ্য এখনো তেমন সাফল্য পাননি। তিনটি ওয়ানডে খেলে তাঁর শিকার চার উইকেট।