ম্যাচ সেরা হয়েও ওয়ালারের মন খারাপ
ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তিনি। কিন্তু তাতে মন ভরেনি জিম্বাবুয়ের ব্যাটসম্যান ম্যালকম ওয়ালারের। সেটাই স্বাভাবিক, তাঁর দল যে হেরেছে। প্রথম টি-টোয়েন্টিতে ৩১ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস খেললেও অতিথিদের জয় এনে দিতে পারেননি ওয়ালার। তাই তাঁর মন খারাপ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা শেষে সংবাদ সম্মেলনে ওয়ালার বলেন, ‘১৩১ রান জয়ের জন্য যথেষ্ট নয়। এমন উইকেটে জয় পেতে হলে অন্তত ১৬০/১৬৫ রান করতে হবে। আমাদের ব্যাটসম্যানরা আরেকটু দায়িত্ব নিয়ে খেলতে পারলে বাংলাদেশের সামনে হয়তো চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেওয়া যেত।’
তারপরও একটা সময় জিম্বাবুয়ে বাংলাদেশকে চেপে ধরেছিল বলেই মনে করেন ম্যাচের সেরা খেলোয়াড়, ‘আমাদের পরিকল্পনা ছিল শুরুতেই বাংলাদেশের কয়েকটি উইকেট তুলে নেওয়া। এক সময় ৮০ রানে পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশ বেশ চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু আমাদের বোলাররা ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় শেষ পর্যন্ত জিততে পারিনি।’
প্রথম টি-টোয়েন্টির ব্যর্থতা ভুলে রোববার সফরের শেষ ম্যাচে জয়ের লক্ষ্যের কথা জানিয়ে ওয়ালার বলেন, ‘ওয়ানডে সিরিজে তিন ম্যাচের তিনটিতেই হেরেছি আমরা। প্রথম টি-টোয়েন্টি ম্যাচও হেরে গেলাম। এখন চেষ্টা করব শেষ ম্যাচে জয় নিয়ে দেশে ফেরার।’