বোলারদের দাপটে প্রোটিয়াদের উড়িয়ে দিল ভারত
জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৩৯৫ রান। অথবা ম্যাচ বাঁচাতে হলে টিকে থাকতে হতো পুরো দিন। কিন্তু কিছুই করতে পারেনি প্রোটিয়ারা। উল্টো ব্যাটসম্যানদের পর বোলারদের দাপটে বিশাখাপত্তম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ২০৩ রানের বিশাল ব্যবধানে হারায় ভারত।
আজ রোববার টেস্টের পঞ্চম দিনে ভারতের ৩৯৫ রান তাড়া করতে নেমে ১৯১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে দারুণ বোলিং করেন মোহাম্মদ শামি। পাঁচটি উইকেট নেন তিনি। অন্যদিকে চারটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।
এক উইকেটে ১১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। ব্যাট করতে নেমে দিনের শুরুতেই উইকেট হারায় প্রোটিয়ারা। ইনিংসের ২৬তম ওভারে বড় আঘাত হানেন জাদেজা। একই ওভারে তিন উইকেট তুলে নেন তিনি। ওভারের প্রথম বলে এইডেন মার্করামকে ৩৯ রানে ফিরিয়ে দেন জাদেজা। এরপর একই ওভারের চতুর্থ ও পঞ্চম বলে শিকার করেন ফিল্যান্ডার ও মহারাজের উইকেট। লাঞ্চের আগেই দ্রুত সাত উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।
পরে নবম উইকেটে ড্যান পিট ও রাবাদাকে সঙ্গে নিয়ে শুধু পরাজয়ের ব্যবধান কমান মুথুসামি। বাকিদের ব্যর্থতায় ১৯১ রানেই অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। ইনিংস শেষে ৪৯ রানে অপরাজিত থাকেন মুথুসামি।
এর আগে গতকাল শনিবার দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেন রোহিত শর্মা। এদিন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির স্বাদ পান তিনি। ১৪৯ বলের ইনিংসে ১০টি চার ও সাতটি ছক্কায় ১২৭ রান করেছেন। প্রথম ইনিংসে রোহিতের ব্যাট থেকে এসেছিল ২৪৪ বলে ১৭৬ রান। ৪১ বছরে এই প্রথম সুনীল গাভাস্কারের পর দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসেবে এক টেস্টে ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি পেলেন হিটম্যান। ১৯৭৮-৭৯-তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন সাবেক ভারতীয় অধিনায়ক।
এদিন মাত্র ১৯ রানের জন্য পূজারা সেঞ্চুরি করতে পারেননি। ৮১ রানে এলবিডব্লিউ হয়ে যান তিনি। যদিও আউট হওয়ার আগে রোহিতের সঙ্গে জুটি গড়ে ভারতের লিড ২৫০ পার করিয়ে দেন। এরপর রবীন্দ্র জাদেজা ৩২ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে কাগিসো রাবাদার বলে বোল্ড হয়ে যান। শেষ পর্যন্ত ভারতের অধিনায়ক বিরাট কোহলি (৩১) ও সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে (২৭) রান করেই ৩২৩ রানে স্বাগতিকরা ইনিংস ঘোষণা করে।