তবুও নিজেদেরই জয়ের যোগ্য বলছে ভারত
ম্যাচের আগে অবস্থা এমন ছিল যেন, বাংলাদেশকে হারিয়ে দেওয়া ভারতের জন্য শুধু সময়ের ব্যাপার! অথচ কলকাতার ফুটবলতীর্থ যুবভারতী ক্রীড়াঙ্গনে দাপট দেখাল বাংলাদেশই। পুরো ম্যাচে স্বাগতিকদের চাপে রাখার পাশাপাশি বাংলাদেশ দেখিয়ে দিল, ফুটবলে তারাও প্রতিবেশীর চেয়ে পিছিয়ে নেই।
প্রথমার্ধে এগিয়ে যাওয়া বাংলাদেশ বিরতির পরও ছিল দারুণ ছন্দে। ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। অনেকেই ধরে নিয়েছিল, জয় পাচ্ছে লাল-সবুজের দল। কিন্তু না, শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া করেন জামাল-মামুনুলরা। ম্যাচটি তাই ১-১ গোলের সমতায় শেষ হয়। বাংলাদেশের বিপক্ষে গোল খেয়ে ড্র করার পরও নিজেদেরই জয়ের যোগ্য বলছেন ভারত কোচ ইগর ইস্তিমাচ। অবশ্য নিজেদের সেরা মানলেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচ থেকে শিক্ষা নেওয়ার কথাও জানালেন ভারত কোচ।
কলকাতার সল্টলেক স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ-ভারত।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমে নিজেদের ব্যর্থতা সামনে টেনে ভারত কোচ বলেন, ‘এমন ম্যাচের ফলে আমরা খুশি নই। আমরা জয়ের যোগ্য ছিলাম এবং শেষ পর্যন্ত আমরা চাপ দিয়েছি; কিন্তু আমাদের স্কোরিং যথেষ্ট ছিল না (জয়ের জন্য)। এ কারণেই আমরা জিততে পারিনি। সবকিছু আমাদের হাতে ছিল, কিন্তু আমরা ফল বের করতে ব্যর্থ হয়েছি। পেছন থেকে দ্রুত পাস এলে মাঠে ফাঁকফোকর তৈরি হয়, কিন্তু আমাদের পেছনের খেলা ছিল ধীরগতির। আমরা বাজে একটা গোল খেয়েছি।’
তিনি আরো বলেন, ‘মাঠে আমাদের সিদ্ধান্ত নেওয়ার মান ছিল নিচু মানের। তবে আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা শিখছি। আমাদের সবচেয়ে বড় যে শিক্ষাটা নিতে হবে, তা হচ্ছে ভুলের পুনরাবৃত্তি করা যাবে না।’
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত ম্যাচটি ড্র হলেও বাংলাদেশ জিততে পারত অন্তত পাঁচ গোলে। নিশ্চিত চারটি গোলের সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। এত সুযোগ হাতছাড়া হওয়ার আক্ষেপে পুড়ছেন বাংলাদেশ কোচ জেমি ডে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শিষ্যদের নিয়ে গর্ব করলেও হতাশা ধরে রাখতে পারেননি ইংলিশ এই কোচ।
গতকাল ম্যাচের শুরুতেই বাংলাদেশ দারুণ দুটি সুযোগ হাতছাড়া করে। বিশেষ করে ৩২ মিনিটে একেবারে ভারতের বিপদ সীমানায় ঢুকে পড়েছিলেন এক স্ট্রাইকার। পোস্টে শট নিয়েছিলেন, কিন্তু ভারতের এক ডিফেন্ডার লাল-সবুজের দলের এই চেষ্টা ব্যর্থ করে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেও আরেকটি সুযোগ নষ্ট করে বাংলাদেশ। বারবার সুযোগ হারিয়ে অবশেষে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় সফরকারীদের।