আজই পর্দা উঠছে শেখ কামাল ক্লাব কাপের

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে আজ। চট্টগ্রাম আবাহনী লিমিটেড ও টিসি স্পোর্টস ক্লাবের ম্যাচের মধ্য দিয়ে আসরটি মাঠে গড়াচ্ছে। আজ শনিবার সন্ধ্যায় এমএ আজিজ স্টেডিয়ামে এই টুর্নামেন্ট শুরু হবে।
টুর্নামেন্টে খেলছে বাংলাদেশের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও আয়োজক চট্টগ্রাম আবাহনী, ভারতের মোহনবাগান এসি ও চেন্নাই সিটি এফসি, মালয়েশিয়ার টেরেঙ্গানু এফসি, মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব ও লাওসের ইয়াং এলিফ্যান্টস এফসি। সর্বশেষ এ তালিকায় যুক্ত হতে যাচ্ছে ভারতের কেরালার নাম।
আজ সন্ধ্যা ৭টায় এমএ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী লিমিটেড ও টিসি স্পোর্টস ক্লাবের খেলার মধ্য দিয়ে আসরটি শুরু হবে। দুই গ্রুপে আটটি দলের মোট ১৫টি ম্যাচ হবে। টুর্নামেন্টের ফাইনাল ৩০ অক্টোবর।
গতকাল শুক্রবার এই টুর্নামেন্ট উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। এমএ আজিজ স্টেডিয়াম থেকে বের হয়ে র্যালিটি বন্দর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার এমএ আজিজ স্টেডিয়ামে এসে শেষ হয়। টুর্নামেন্ট উপলক্ষে সাতটি মিনি ট্রাকে করে প্রচারণা র্যালিরও আয়োজন করা হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, আসরের সাংগঠনিক কমিটির সদস্য সচিব ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও টুর্নামেন্টের মিডিয়া কমিটির আহ্বায়ক আলী আব্বাস উপস্থিত ছিলেন।
সামশুল হক চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম আবাহনী বিশ্বব্যাপী আধুনিক ক্রীড়ার প্রবর্তক শেখ কামালের নাম ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এবারের আটটি দলে বিশ্বের ২০টি দেশের ফুটবলার আছেন। তাদের মাধ্যমে এ টুর্নামেন্ট বিশ্বের কোটি কোটি মানুষ উপভোগ করতে পারবেন।’