এমবাপ্পের হ্যাটট্রিকে পিএসজির দুর্দান্ত জয়

হ্যাটট্রিক করলেন তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। সেইসঙ্গে জোড়া গোল করলেন মাউরো ইকার্দি। দুই সতীর্থের গোল উৎসবের দিনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে পিএসজি।
আজ বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ‘এ’ গ্রুপের মাচে ক্লাব ব্রুজকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পিএসজি। চলতি লিগে এখন পর্যন্ত অপরাজিত টমাস তুখেলের দল।
এদিন ম্যাচের সপ্তম মিনিটেই দলকে এগিয়ে নেন ইকার্দি। ডি মারিয়ার বাড়ানো বল ডান পায়ের দারুণ শটে ঠিকানায় পাঠান আর্জেন্টাইন তারকা। এক গোল খেয়ে নিজেদের গুছিয়ে নেয় ক্লাব ব্রুজ। ডি-বক্স আগলে রেখে প্রধমার্ধের বাকি সময়টা লড়াই করে দলটি।
কিন্তু বিরতির পর ইকার্দি-এমবাপ্পের গতিতে এলোমেলো হয়ে যায় ক্লাব ব্রুজ। দ্বিতীয়ার্ধের শুরুতেই পরপর দুই মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা।
৬১ মিনিটে প্রথম গোলের দেখা পান এমবাপ্পে। দুই মিনিট পর তৃতীয় দফায় এগিয়ে যায় পিএসজি। এবারের গোলের নায়ক ইকার্দি। ৭৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। আর শেষের দিকে ৮৩ মিনিটে নিজের হ্যাটট্রিক আদায় করেন নেন বিশ্বকাপজয়ী তারকা।
একই গ্রুপের দিনের আরেক ম্যাচে গ্যালাতাসারেকে ১-০ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। হার দিয়ে মৌসুম শুরু করা রিয়াল দ্বিতীয় ম্যাচে ড্র করে। অবশেষে গতকাল নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পেল জিনেদিন জিদানের দল।
তিন ম্যাচের সবগুলোতে জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। তিন ম্যাচে এক জয়, এক হার ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল। দুই পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ক্লাব ব্রুজ। গ্যালাতাসারের পয়েন্ট ১।