বাংলাদেশের আতিথেয়তায় খুশি অস্ট্রেলীয় কোচ
অস্ট্রেলিয়ার চার গোলই এসেছে ম্যাচের প্রথমার্ধে। কিন্তু দ্বিতীয়ার্ধে সেই বিধ্বংসী রূপে দেখা যায়নি অতিথিদের। বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের বিপক্ষে ফিরতি ম্যাচে দলের জয়ে সন্তুষ্ট অ্যাঞ্জে পস্টেকোগলু। তবে দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে তেমন খুশি নন ‘সকারু’দের কোচ। প্রথমার্ধের ধারাবাহিকতা দ্বিতীয়ার্ধে ধরে রাখতে পারলে আরো বড় ব্যবধানে জেতা সম্ভব ছিল বলে মনে করেন তিনি। তবে এসব বাদ দিয়ে বাংলাদেশের আতিথেয়তায় পস্টেকোগলু খুশি।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শেষে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার কোচ বলেন, ‘দলের এই জয়ে আমি অবশ্যই সন্তুষ্ট। কিন্তু প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধে আমার দল ভালো খেলতে পারেনি। মাঠ কিছুটা মন্থর ছিল বলেই হয়তো তা সম্ভব হয়নি।’
ঢাকায় আসার পর অনুশীলন না করেই বাংলাদেশের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচে তার কোনো প্রভাব পড়েছে কি না, এমন প্রশ্নের জবাবে অস্ট্রেলীয় কোচ বলেন, ‘অনুশীলন না করলেও আমাদের খেলতে খুব একটা সমস্যা হয়নি। সরকার থেকে শুরু করে এখানকার ফুটবল ফেডারেশন সবাই আমাদের ভীষণ সহযোগিতা করেছে। এখানকার আতিথেয়তায় আমরা খুব খুশি।’
‘নিরাপত্তা ঝুঁকি’র কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে আসেনি। ক্রিকেট দলের প্রতি তাঁদের কোনো বার্তা আছে কি না এমন প্রশ্নের জবাবে পস্টেকোগলু বলেন, ‘আমি ফুটবল দলের কোচ। ক্রিকেট নিয়ে আমার কোনো মন্তব্য করা উচিত হবে না। সবার সহযোগিতায় আমরা ভালোভাবে খেলে যাচ্ছি। সেটাই সবচেয়ে বড় কথা।