শনিবার রাতে ফিরছেন সাকিব
জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছিলেন সাকিব আল হাসান। প্রথম ওয়ানডে খেলেই সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে গত ৮ নভেম্বর রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়ে যান বিশ্বসেরা অলরাউন্ডার। স্ত্রী ও নবজাতকের সঙ্গে কয়েক দিন কাটিয়ে শনিবার রাতে ঢাকায় ফিরছেন তিনি। সাকিবের পারিবারিক সূত্র তথ্যটি নিশ্চিত করেছে।
রোববার বিপিএলের উদ্বোধনী ম্যাচে সাকিবের দল রংপুর রাইডার্সের প্রতিপক্ষ চিটাগাং ভাইকিংস। খেলা শুরু হবে বেলা ২টায়। তাই এই ম্যাচে সাকিবের খেলার সম্ভাবনাই বেশি।
কয়েক দিন আগে রংপুর রাইডার্সের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ জানিয়েছিলেন, সাকিব বিপিএলের প্রথম থেকেই খেলবেন। এ বিষয়ে দুজনের আলোচনা হয়েছিল বলেও জানিয়েছিলেন তিনি।
বিপিএলের ছয় আইকন খেলোয়াড়ের মধ্যে সাকিব অন্যতম। রংপুর রাইডার্সের অধিনায়কের দায়িত্বও পেয়েছেন তিনি।
সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির যুক্তরাষ্ট্রপ্রবাসী। তাঁদের সন্তানের জন্মও হলো মার্কিন দেশে।
সাকিব ও শিশির বিয়ের পিঁড়িতে বসেছিলেন ২০১২ সালের ১২ ডিসেম্বর। তারিখটা চমকজাগানো, ১২-১২-২০১২। বিয়ের প্রায় তিন বছর পর এই দম্পতির ঘরে এলো কন্যাসন্তান। সাকিবের ভাষায় ‘রাজকন্যা’।