ঘুরে দাঁড়াচ্ছে ক্লপের লিভারপুল?
গত অক্টোবরে লিভারপুলের কোচের দায়িত্ব নেওয়ার পর প্রথম দুটি ম্যাচ জয়বঞ্চিতই থাকতে হয়েছিল ইয়ুর্গেন ক্লপকে। গত মাসের শেষেই অবশ্য চেলসির বিপক্ষে পেয়েছিলেন প্রথম জয়। আর শনিবার প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে ৪-১ গোলে হারিয়ে লিভারপুলকে যেন আবার হারানো গৌরব ফিরিয়ে দেওয়ার পথে নিয়ে যাচ্ছেন জার্মান কোচ ক্লপ।
ম্যানসিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে গিয়ে লিভারপুল যে এ রকম দাপুটে জয় পাবে, তা হয়তো কেউই কল্পনা করতে পারেননি। সাত মিনিটের মাথায় ডিফেন্ডার ইলিয়াকুইম মানগালার আত্মঘাতী গোলের কারণে শুরুতেই দুর্দশার মুখে পড়ে ম্যানসিটি। ২৩ ও ৩২ মিনিটে আরো দুটি গোল করে লিভারপুলের জয় প্রায় নিশ্চিতই করে ফেলেন ফেলিপে কোর্টিনহো ও রবার্তো ফার্মিনহো। ৪৪ মিনিটে ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা আর্জেন্টাইন তারকা সার্জিও অ্যাগুয়েরো দারুণ একটা গোল করেন ম্যানচেস্টার সিটির পক্ষে। সেটিই শেষপর্যন্ত ম্যানসিটির সান্তনাসূচক গোল হিসেবে থেকে গেছে। ৮১ মিনিটে ম্যানসিটির জালে আবার বল জড়িয়ে ব্যবধান বাড়িয়ে দিয়েছেন লিভারপুলের ডিফেন্ডার মার্টিন স্কারলেট। ম্যানসিটির বিপক্ষে ৪-১ গোলের দারুণ এই জয়টাই লিভারপুলের ঘুরে দাঁড়ানোর পাটাতন গড়ে দেবে বলে মনে করছেন ক্লপ। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমরা আরো ভালো করতে পারি। আমাদের সেই যোগ্যতা আছে। আমরা আরো বেশি বেশি গোল করতে পারি। ছেলেরা এখন বিশ্বাস করা শুরু করবে যে অনেকের ভাবনার চেয়েও তারা আরো বেশি শক্তিশালী।’
বরুশিয়া ডর্টমুন্ডের কোচ হিসেবে দারুণ সফল ছিলেন ক্লপ। ২০১০-১১ ও ২০১১-১২ মৌসুমে জিতেছিলেন বুন্দেসলিগা শিরোপা। ২০১১-১২ মৌসুমে বরুশিয়াকে নিয়ে গিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। তবে লিভারপুলকে শিরোপা জয়ের কাছাকাছি নিয়ে যেতে আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে ক্লপকে। ১৩ ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে এখন তারা আছে পয়েন্ট তালিকার নবম স্থানে।
প্রিমিয়ার লিগের অপর ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। ম্যানইউ ২-১ গোলে হারিয়েছে ওয়াটফোর্ডকে। এই জয় দিয়ে ১৩ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে গেছে ম্যানইউ। চেলসি ১-০ গোলের জয় পেয়েছে নরউইচ সিটির বিপক্ষে। গতবারের শিরোপাজয়ী চেলসি এখন আছে পয়েন্ট তালিকার নবম স্থানে। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে ম্যানসিটি ও আর্সেনাল। ম্যানসিটির পাশাপাশি হারের মুখ দেখতে হয়েছে আর্সেনালকেও। তারা ২-১ গোলে হেরে গেছে ওয়েস্ট ব্রমের বিপক্ষে।
সবাইকে অবাক করে দিয়ে প্রিমিয়ার লিগের ১৩ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে লিস্টার সিটি। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ডের দ্বিতীয় সারির লিগ খেলা লিস্টার সিটি আবার প্রিমিয়ার লিগে ফিরেছিল গত মৌসুমে। ২০১৪-১৫ মৌসুম শেষ করেছিল ১৪তম অবস্থান নিয়ে। আর নিচের সারির এই দল এবার শিরোপার জন্য পাল্লা দিয়ে লড়ছে ইংল্যান্ডের শীর্ষ দলগুলোর সঙ্গে।