তামিম-ঝড়ে চিটাগাংয়ের বড় সংগ্রহ
বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিপিএল যে দারুণ উত্তাপ ছড়াবে, তার আভাস পাওয়া যাচ্ছে উদ্বোধনী ম্যাচেই। চার-ছয়ের ফুলঝুরি ছুটিয়ে দারুণভাবে শুরু করেছে তামিম ইকবালের দল চিটাগাং ভাইকিংস। সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক তামিমের ঝড়ো অর্ধশতকের সুবাদে স্কোরবোর্ডে ১৮৭ রান জমা করেছে চিটাগাং।
প্রথম চার ওভারের উদ্বোধনী জুটিতে ৫৪ রান যোগ করেছিলেন চিটাগাংয়ের দুই ওপেনার তিলকারত্নে দিলশান ও তামিম ইকবাল। পঞ্চম ওভারের প্রথম বলে ২৯ রান করে দিলশান আউট হয়ে গেলেও আরো কিছুক্ষণ ঝড়ো ব্যাটিং চালিয়ে গেছেন তামিম। ১৩তম ওভারে আউট হওয়ার আগে খেলেছেন ৩২ বলে ৫১ রানের লড়াকু ইনিংস। মেরেছেন একটি ছয় ও ছয়টি চার। ১৩তম ওভারে তামিমের পর ৩৬ রান করা এনামুল হককেও আউট করেছেন রংপুরের বাঁহাতি স্পিনার সাকলায়েন সজীব।
দ্রুতই প্রথম সারির তিন ব্যাটসম্যানের উইকেট হারিয়ে নিশ্চিতভাবেই কিছুটা ছন্দপতন ঘটেছিল চিটাগাংয়ের। ১৩ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল তিন উইকেটে ১১৯ রান। সে সময় হাতে আরো সাত উইকেট থাকলেও শেষ সাত ওভারে চারটি উইকেট হারিয়ে ৬৮ রান যোগ করতে পেরেছেন চিটাগাংয়ের ব্যাটসম্যানরা। এর পেছনে প্রধান অবদান জীবন মেন্ডিসের ঝড়ো ব্যাটিংয়ের। শেষপর্যায়ে তিনিই শুধু খেলতে পেরেছেন হাত খুলে। তিনটি চার ও তিনটি ছয় মেরে করেছেন ১৮ বলে ৩৯ রান। আসিফ আহমেদের ব্যাট থেকে এসেছে ১৭ রান।
রংপুরের পক্ষে দারুণ বোলিং করেছেন সাকলায়েন সজীব। চার ওভার বল করে ২৬ রানের বিনিময়ে নিয়েছেন তিনটি উইকেট। বাংলাদেশের তরুণ পেসার আবু জায়েদও দেখিয়েছেন ভালো নৈপুণ্য। চার ওভার বল করে ২৬ রানের বিনিময়ে নিয়েছেন দুটি উইকেট।
তিলকারত্নে দিলশান, সাইদ আজমল, মোহাম্মদ আমির, তাসকিন আহমেদ, এল্টন চিগুম্বুরাদের নিয়ে শক্তিশালী দল গড়েছে তামিমের দল চিটাগাং ভাইকিংস। অন্যদিকে সাকিবের নেতৃত্বাধীন রংপুর রাইডার্সে আছেন মিসবাহ-উল-হক, ড্যারেন স্যামি, লেন্ডল সিমন্স, সৌম্য সরকার, ওয়াহাব রিয়াজের মতো তারকা ক্রিকেটাররা।
২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে ক্রিকেট অঙ্গন থেকে ছিটকে পড়েছিলেন পাকিস্তানের প্রতিভাবান পেসার মোহাম্মদ আমির। সম্প্রতি পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার খেলা শুরু করেছেন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে। আর বিপিএল হতে পারে তাঁর যোগ্যতা প্রমাণের মঞ্চ। বিপিএলে ভালো নৈপুণ্য দেখিয়েই হয়তো আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পাটাতন তৈরি করতে চাইবেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার।