মাশরাফির কুমিল্লার বিপক্ষে তামিমদের ভালো সংগ্রহ
আগের দুই ম্যাচে ছিল ৫১ ও ৬৯ রানের দুটো অধিনায়কোচিত ইনিংস। বিপিএলে টানা তৃতীয় দিনের মতো মাঠে নেমে টানা তৃতীয় ফিফটির সম্ভাবনা জাগিয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ছক্কা মারতে গিয়ে সেই সম্ভাবনা শেষ করে দিয়েছেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক। চট্টগ্রামের দলটি অবশ্য ভালোই সংগ্রহ পেয়েছে। শেষ দিকে জিয়াউর রহমানের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে চার উইকেটে ১৭৬ রান করেছে ভাইকিংস।
টস হেরে ব্যাট করতে নেমে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরুতেই ‘ঝড়’ তুলেছিলেন তামিম এবং তাঁর ওপেনিং-সঙ্গী তিলকারত্নে দিলশান। সিলেট সুপারস্টার্সের বিপক্ষে আগের ম্যাচে শূন্য রানে আউট হওয়া দিলশান অফস্পিনার মাহমুদুল হাসানের করা দিনের প্রথম ওভারে তিনটি চারসহ ১৩ রান তুলে নিয়েছেন।
মাশরাফি বিন মুর্তজাও নিজের প্রথম ওভারে রেহাই পাননি। কুমিল্লা অধিনায়কের করা ইনিংসের তৃতীয় ওভারে দিলশানের দুটো ও তামিমের একটি চারসহ ভাইকিংসের প্রাপ্তি ১৪ রান।
মাশরাফি বারবার বোলিংয়ে পরিবর্তন এনে রানের গতি শ্লথ করার চেষ্টা করেছেন। অবশেষে সপ্তম ওভারে অধিনায়ককে স্বস্তি এনে দিয়েছেন আশার জাইদি। পাকিস্তানের এই বাঁহাতি স্পিনারকে তুলে মারতে গিয়ে ইমরুল কায়েসকে ক্যাচ দিয়েছেন দিলশান। ২১ বলে ৩৬ রান করেছেন শ্রীলঙ্কার আক্রমণাত্মক ওপেনার।
তামিমও আউট হয়েছেন আক্রমণাত্মক শট খেলতে গিয়ে। জাইদিকে ছক্কা মারতে গিয়ে লং-অফে হাসানের হাতে ধরা পড়া চট্টগ্রাম অধিনায়ক ৩৩ রান করেছেন ৩১ বলে।
তামিম-দিলশানের বিদায়ের পর অবশ্য ভাইকিংসের রানের চাকা কিছুটা শ্লথ হয়ে পড়েছিল। তবে শেষ দিকে এনামুল হক ও জিয়াউর রহমানের আক্রমণাত্মক ব্যাটিং ভালো সংগ্রহ এনে দিয়েছে চট্টগ্রামের দলটিকে। দুজনই অপরাজিত ছিলেন ৩৯ রানে।
বাঁহাতি পেসার আবু হায়দারের করা ১৯তম ওভারে তিনটি ছক্কাসহ ২৬ রান তুলে নেওয়া জিয়াউরের ৩৯ রান এসেছে মাত্র ১৬ বলে।