কুমিল্লার থিরিমান্নে এখন ঢাকার দখলে
বিপিএল শুরু হওয়ার আগে তিলকারত্নে দিলশানকে নিয়ে চিটাগং ভাইকিংস ও রংপুর রাইডার্সের মধ্যে কম দড়ি টানাটানি হয়নি। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডারকে পেয়েছে তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। দিলশানের স্বদেশি লাহিরু থিরিমান্নেকে নিয়ে অবশ্য কোনো ‘লড়াই’ করেনি কুমিল্লা ভিক্টোরিয়ানস ও ঢাকা ডায়নামাইটস। সমঝোতার ভিত্তিতে শ্রীলঙ্কার এই ব্যাটসম্যানকে ভিক্টোরিয়ানসের কাছ থেকে নিয়েছে ঢাকার দলটি।
শুরুতে কুমিল্লা নিয়েছিল থিরিমান্নেকে। কিন্তু প্রয়োজনীয়তা না থাকায় তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় দলটি। আর এই সুযোগে থিরিমান্নেকে দলে নিয়ে নেয় ঢাকা। ডায়নামাইটসের পক্ষে নিবন্ধন করে মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে অনুশীলনও করেছেন তিনি।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, ‘সব নিয়ম মেনেই ঢাকা ডায়নামাইটস থিরিমান্নেকে দলে নিয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ানস ছেড়ে দিতে চাওয়ায় ঢাকা তাকে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল। সবকিছু সমঝোতার ভিত্তিতেই হয়েছে।’
এ প্রসঙ্গে কুমিল্লার ব্যবস্থাপকের দায়িত্বে থাকা জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বক্তব্য, ‘দুই দলের মধ্যে আলোচনার ভিত্তিতেই থিরিমান্নেকে পেয়েছে ঢাকা। আমাদের ছেড়ে দেওয়ার ইচ্ছে ছিল, আর ঢাকারও ইচ্ছে ছিল নেওয়ার।’