‘ক্রিকেটারদের প্রতি সবার শ্রদ্ধাবোধ থাকা উচিত’
সিলেট সুপারস্টার্সের এক কর্মকর্তার সঙ্গে তামিম ইকবালের বাদানুবাদ নিয়ে এখন দেশের ক্রিকেটাঙ্গনে চলছে তোলপাড়। চিটাগং ভাইকিংস অধিনায়কের অভিযোগ, সেই কর্মকর্তা নাকি তাঁকে মা-বাবা তুলে গালিগালাজ করেছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির অন্যতম নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মনে করেন জাতীয় দলের একজন ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়। সাবেক ক্রিকেটার হিসেবে একজন বর্তমান ক্রিকেটারের এমন অপমানে একটু বেশিই দুঃখ পেয়েছেন তিনি।
মঙ্গলবার এনটিভি অনলাইনের সঙ্গে আলাপকালে নান্নু বলেন, ‘জাতীয় দলের প্রত্যেক ক্রিকেটারের প্রতি সবারই ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকতে হবে। কারণ তাঁরা দেশের জন্য খেলেন। দেশের মানুষেরও তাঁদের প্রতি আলাদা দৃষ্টিভঙ্গি থাকা উচিত। এমন কোনো আচরণ করা উচিত হবে না, যাতে তাঁদের পরিবার অপমান বোধ করে।’
সোমবার চিটাগং ভাইকিংস-সিলেট সুপারস্টার্স ম্যাচ শুরু হওয়ার আগে তামিমের সঙ্গে সেই কর্মকর্তার বাদানুবাদের সময় ঘটনাস্থলে ছিলেন না নান্নু। পরে ঘটনাটা জানতে পেরে ভীষণ কষ্ট পেয়েছেন বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান, ‘আমি জানি না আসলে কী ঘটেছে। তবে বিভিন্ন মিডিয়ায় দেখে, তামিমের বক্তব্য শুনে খুব খারাপ লেগেছে আর ভীষণ কষ্টও পেয়েছি। এমন ঘটনা মোটেও গ্রহণযোগ্য নয়। এটা খুব দুঃখজনক।’
এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিসিবির গ্রহণযোগ্য ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক, ‘ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সেজন্য বিসিবির উচিত সুষ্ঠু তদন্ত করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তা না হলে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটতে থাকবে। আজ তামিম হয়েছে। কাল আরেকজন এমন বাজে আচরণের শিকার হবে।’
বিপিএলের দ্বিতীয় দিনে সিলেট সুপারস্টার্স-চট্টগ্রাম ভাইকিংস ম্যাচের আগে সিলেটের দুই বিদেশি খেলোয়াড়ের এনওসি জটিলতা থেকে গণ্ডগোলের সূত্রপাত। সিলেটের ফ্র্যাঞ্চাইজ আলিফ গ্রুপের চেয়ারম্যান আজিজুল ইসলাম নাকি তামিমকে গালাগাল করেছিলেন। খেলাশেষে সংবাদ সম্মেলনে তামিম এই অভিযোগ করলেও কারো নাম উল্লেখ করেননি।