ব্যাট হাতে একাই লড়লেন সাকিব
মুশফিকুর রহিমের দল সিলেট সুপারস্টার্সের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্স। বড় কোনো জুটিই গড়ে তুলতে পারেননি রংপুরের ব্যাটসম্যানরা। তবে দলের বিপর্যস্ত অবস্থার মধ্যে একাই লড়াই চালিয়েছেন অধিনায়ক সাকিব। প্রায় পুরো সময় ব্যাটিং করে শেষ ওভারে আউট হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত তাঁর ৩৭ বলে ৩৩ রানের ইনিংসটির সুবাদে স্কোরবোর্ডে ১০৯ রান জমা করতে পেরেছে রংপুর।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপের মুখে ছিল সাকিবের দল। ইনিংসের তৃতীয় ওভারে মাত্র ৭ রান করে মোহাম্মদ শহীদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে গেছেন ওপেনার সৌম্য সরকার। গত ম্যাচে অর্ধশতক করা লেন্ডল সিমন্স হয়েছেন রানআউটের শিকার; করেছেন ১৩ রান। সপ্তম ওভারে মোহাম্মদ মিথুনকে আউট করেছেন নাসুম আহমেদ। ৮ রান করে জহিরুল ইসলামও হয়েছেন রানআউটের শিকার। ২১ রানের ইনিংস খেলে স্কোরবোর্ড সমৃদ্ধ করার চেষ্টা করেছিলেন থিসারা পেরেরা। কিন্তু ১৪তম ওভারে তাঁকে আউট করে রংপুরকে বিপদে ফেলে দেন রবি বোপারা। দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি রংপুরের অন্য দুই বিদেশি ক্রিকেটার ড্যারেন স্যামি ও সচিত্রা সেনানায়েকে।
সিলেটের পক্ষে দুর্দান্ত বোলিং করেছেন মোহাম্মদ শহীদ। চার ওভার বল করে মাত্র ১৩ রানের বিনিময়ে নিয়েছেন চারটি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন নাসুম আহমেদ, বোপারা ও নাজমুল ইসলাম।
প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে রংপুর। অন্যদিকে নিজেদের প্রথম দুই ম্যাচের একটিতেও জয় পায়নি মুশফিকের সিলেট; আছে পয়েন্ট তালিকার তলানিতে। প্রথম জয়ের জন্য তাই মরিয়া হয়েই মাঠে নামবেন মুশফিকরা। অন্যদিকে আরো একটি জয় দিয়ে শীর্ষস্থান পাকাপোক্ত করতে চাইবে রংপুর।
নিজেদের প্রথম ম্যাচেই অনাপত্তিপত্র-সংক্রান্ত জটিলতায় দুজন বিদেশি খেলোয়াড় ছাড়াই মাঠে নামতে হয়েছিল সিলেটকে। তবে সে সমস্যা কাটিয়ে উঠেছে মুশফিকের দল। গত মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে মাত্র এক রানের জন্য জয় পায়নি তারা। প্রথম ম্যাচেও হেরেছিল এই এক রানের ব্যবধানেই।