চারপাশ কালো কাপড়ে ঢেকে অনুশীলনে ভারত
বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতলেও নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশের লজ্জা পাওয়ায় দুশ্চিন্তায় ভারত। সামনেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই ম্যাচ খেলতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতার বিকল্প নেই কোহলিদের। সেই সিরিজ নিয়ে বেশ সিরিয়াস গৌতম গম্ভীরের শিষ্যরা। প্রথম ম্যাচের ভেন্যু পার্থে গোপনে অনুশীলন করছে সফরকারীরা। এমন তথ্য দিয়েছে অস্ট্রেলিয়ান পত্রিকা দ্য ওয়েস্ট।
অনুশীলন এতটাই গোপন যে, পার্থের ওয়াকা গ্রাউন্ডে কার্যত লকডাউন। শুধুই রুদ্ধদ্ধার অনুশীলনই নয়, কাক-পক্ষীতেও যাতে ভারতের অনুশীলনের কোনও খবরাখবর না পায়, তার জন্য মাঠের সকল কর্মীর ফোনের ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। যদিও ভারতীয় দলের অনুশীলনের ভিডিও ঠিকই ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। যেখানে রিশভ পন্থ, কেএল রাহুল ও যশস্বী জয়সওয়ালদের অনুশীলন করতে দেখা গেছে। সরাসরি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারাতে হবে ভারতের। আর তা না হলে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের দিকে।
প্রথম দিন ভেন্যুর প্র্যাক্টিস গ্রাউন্ডের গ্রিল কালো কাপড় দিয়ে কাভার করে অনুশীলন করেছে সফরকারীরা। তবে সাংবাদিকদের চোখে কিছু চিত্র ধরা পড়েছে। প্রথম ট্রেনিং সেশনে পুরো টিম ছিল না। ব্যাট হাতে দেখা যায়নি বিরাট কোহলিকে। যিনি গত কয়েক ম্যাচ ধরে রান খরায় ভুগছেন।
আগের দিন প্রেস কনফারেন্সে কোচ গৌতম গম্ভীর বলেছিলেন, সিরিজে প্রথম বল থেকেই আক্রমণাত্মক ধারা বজায় রাখতে চান। এদিন অনুশীলনেও আগ্রাসী মেজাজে ছিলেন ব্যাটাররা। জয়সওয়ালের একটা শটে বল নেট গ্রাউন্ড সংলগ্ন রাস্তায় গিয়ে পড়ে। ম্যাচেও যে এমন সব শট খেলতে চাইবেন ভারতীয় ব্যাটাররা, সেটা তো বলাই যায়।