টেন্ডুলকারের ছেলেও হাঁটছে বাবার পথে
বিশ্ব ক্রিকেটে নিজের নামটা বেশ ভালোমতোই খোদাই করে দিয়েছেন শচীন টেন্ডুলকার। ব্যাট হাতে দীর্ঘ ২২ বছর ধরে শাসন করেছেন কয়েক প্রজন্মের বোলারদের। তৈরি করেছেন বিস্ময়কর সব মাইলফলক। এবার ক্রিকেট-বিশ্ব হয়তো পেয়ে যেতে পারে আরেক টেন্ডুলকারকে। শচীনের ছেলে অর্জুন টেন্ডুলকারও হাঁটছে বাবার পথেই।
মাত্র ১৫ বছর বয়সে ভারতের প্রধান ঘরোয়া প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতে খেলার কৃতিত্ব অর্জন করেছিলেন শচীন। ছেলে অর্জুন অবশ্য বাবার মতো এত তাড়াতাড়ি হাঁটতে পারছেন না। ১৬ বছর বয়সী অর্জুন নির্বাচিত হয়েছেন মুম্বাইয়ের তরুণ দলে।
বাছাই প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন শচীনপুত্র। ব্যাট হাতে খেলেছেন শতরানের ইনিংস। বল হাতে নিয়েছেন চারটি উইকেট। অলরাউন্ডার হিসেবেই তাঁকে নির্বাচন করেছেন মুম্বাইয়ের নির্বাচকরা। ভারতের প্রধান অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতা, বিজয় মার্চেন্ট ট্রফিতে খেলতে দেখা যাবে অর্জুনকে।
শচীনেরও ক্যারিয়ার শুরু হয়েছিল মুম্বাইয়ের তরুণ দল দিয়ে। সেখানে অবশ্য খুব বেশিদিন থাকতে হয়নি সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে। দুর্দান্ত প্রতিভার পরিচয় দিয়ে ১৫ বছর বয়সেই সুযোগ পেয়েছিলেন মুম্বাইয়ের প্রধান দলে। আর রঞ্জি ট্রফিতে অভিষেক ম্যাচেই অপরাজিত শতক করে নিজেকে নিয়ে গিয়েছিলেন অন্য উচ্চতায়। ডাক পেয়েছিলেন জাতীয় দলে। মাত্র ১৬ বছর বয়সেই শুরু হয়েছিল শচীনের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার।