সাকিববিহীন রংপুরের ব্যাটিং-ব্যর্থতা
নিষেধাজ্ঞার কারণে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে খেলতে পারেননি রংপুর রাইডার্সের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর অনুপস্থিতি হাড়ে হাড়েই টের পেল রংপুর। টস হেরে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১০০ রানও জমা করতে পারেননি রংপুরের ব্যাটসম্যানরা। সব কয়টি উইকেট হারিয়ে রংপুরের ইনিংস শেষ হয়েছে ৮২ রানে।
রংপুরের মাত্র দুজন ব্যাটসম্যান পেরোতে পেরেছেন দুই অঙ্কের কোটা। ৪২ বলে ২৮ রান করেছেন মোহাম্মদ মিথুন। শেষ পর্যায়ে ১১ রান এসেছে সাকলায়েন সজীবের ব্যাট থেকে। কুমিল্লার পক্ষে দারুণ বোলিং করেছেন শ্রীলঙ্কান পেসার নুয়ান কুলাসেকারা। চার ওভার বল করে মাত্র ১২ রানের বিনিময়ে নিয়েছেন চারটি উইকেট। দুটি উইকেট পেয়েছেন আবু হায়দার।
রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এ সিদ্ধান্তের যথার্থতাও তাঁরা প্রমাণ করছেন দারুণভাবে। প্রথম ওভারে ৮ রান সংগ্রহ করে অবশ্য ভালো শুরুরই ইঙ্গিত দিয়েছিলেন রংপুরের দুই ওপেনার সৌম্য সরকার (৫) ও লেন্ডল সিমন্স (৩)। কিন্তু দ্বিতীয় ওভারে দুজনকেই সাজঘরে ফেরান শ্রীলঙ্কান পেসার নুয়ান কুলাসেকারা। পঞ্চম ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইন আউট করেন জহুরুল ইসলামকে (৪)। ভীষণ চাপের মুখে পড়ায় রান সংগ্রহের গতিও অনেক কমে যায় রংপুরের। প্রথম ১০ ওভারে স্কোরবোর্ডে জমা হয়েছিল ৩১ রান। দশম ওভারে রংপুরের অন্যতম ব্যাটিং ভরসা মিসবাহ-উল-হককেও (৬) সাজঘরে পাঠিয়েছেন আবু হায়দার। পরের ওভারে আল আমিনকেও (০) আউট করেছেন আশার জাইদি। ১৪তম ওভারে থিসারা পেরেরাকে (৯) সাজঘরমুখো করেছেন আবু হায়দার। ৪২ বলে ২৮ রানের ইনিংস খেলে দলের ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও অনেকক্ষণ উইকেটে ছিলেন মিথুন। কিন্তু ১৭তম ওভারের শেষ বলে তাঁকে আউট করেন কুলাসেকারা। শেষপর্যায়ে সেনানায়েকে করেছেন নয় রান।
এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় শুক্রবারের এই ম্যাচ খেলতে পারছেন না রংপুরের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর পরিবর্তে রংপুরকে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের মিসবাহ-উল-হক। বৃহস্পতিবার সিলেট সুপারস্টার্সের বিপক্ষে ম্যাচের সময় আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণ করায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে সাকিবকে। দুর্দান্ত ফর্মে থাকা এই অলরাউন্ডারের অভাব অনুভব করতে পারে রংপুর। বিপিএলের চার ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে রংপুরই আছে শীর্ষস্থানে।
খুব বেশি পিছিয়ে নেই মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ানসও। তিন ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কুমিল্লা। রংপুরের বিপক্ষে জয় পেলে দখল করে ফেলতে পারে পয়েন্ট তালিকার শীর্ষস্থানও।