এবার বিপিএলের চট্টগ্রাম পর্ব
ঢাকায় বিপিএলের প্রথম পর্ব শেষ হয়েছে গত শুক্রবার। মাঝখানে দুদিন বিরতি দিয়ে এবার চট্টগ্রামে শুরু হচ্ছে আসরের দ্বিতীয় পর্ব। সোমবার এমএ আজিজ স্টেডিয়ামে বরিশাল বুলস ও চিটাগং ভাইকিংসের ম্যাচ দিয়ে শুরু হবে চট্টগ্রাম পর্ব। দিনের অন্য ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও সিলেট সুপারস্টার্স মুখোমুখি হবে।
প্রথম পর্ব শেষে টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। চার ম্যাচে তিন জয় ও এক হারে ছয় পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে তারা। এক ম্যাচ বেশি খেলে রংপুর রাইডার্স তিন জয় ও দুই হারে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।
অবশ্য ঢাকা ডায়নামাইটস চার ম্যাচে কুমিল্লা ও রংপুরের সঙ্গে সমান ছয় পয়েন্ট নিয়েও তৃতীয় স্থানে আছে। রান রেট ভালো নয় বলেই কিছুটা পিছিয়ে আছে ঢাকা।
তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বরিশাল বুলস, চিটাগং ভাইকিংস চার ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। তবে সবচেয়ে খারাপ অবস্থানে আছে সিলেট সুপারস্টার্স। চার ম্যাচের সবকটিতেই হেরে কোনো পয়েন্ট না নিয়ে একেবারেই তলানিতে আছে দলটি।
তবে দলীয় পারফরম্যান্সে চট্টগ্রামের অবস্থা খুব একটা ভালো না হলেও দলটির অধিনায়ক তামিম ইকবাল ব্যাট হাতে বেশ সফল। চার ম্যাচে ১৫৪ রান নিয়ে রান সংগ্রহে শীর্ষে রয়েছেন তিনি।
বল হাতে সাফল্যের শীর্ষে সাকিব আল হাসান। চার ম্যাচে তিনি ১০ উইকেট নিয়েছেন। তাঁর দল পাঁচ ম্যাচ খেললেও আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণ করে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বলেই ঢাকায় শেষ ম্যাচটি খেলতে পারেননি তিনি।
বিপিএলের পয়েন্ট তালিকা
দল ম্যাচ জয় হার পয়েন্ট
কুমিল্লা ভিক্টোরিয়ানস ৪ ৩ ১ ৬
রংপুর রাইডার্স ৫ ৩ ২ ৬
ঢাকা ডায়নামাইটস ৪ ৩ ১ ৬
বরিশাল বুলস ৩ ২ ১ ৪
চিটাগং ভাইকিংস ৪ ১ ৩ ২
সিলেট সুপারস্টার্স ৪ ০ ৪ ০