লা লিগায় স্বস্তির জয় রিয়ালের
লা লিগায় টানা দুটি ম্যাচে হারের পর অবশেষে জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলের গোলের সুবাদে ‘এইবারের’ বিপক্ষে রিয়াল পেয়েছে ২-০ গোলের জয়। আর এই স্বস্তির জয় দিয়ে পয়েন্ট তালিকায় সামনে থাকা দুই দল আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধানও কমিয়ে এনেছে ইউরোপের অন্যতম সেরা এই দল।
১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লা লিগায় সবার ওপরে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকোর সংগ্রহ ২৯ পয়েন্ট। আর রোববার এইবারের বিপক্ষে ২-০ গোলে জয়ের পর ১৩ ম্যাচ খেলে রিয়ালের সংগ্রহ দাঁড়িয়েছে ২৭ পয়েন্ট। সেভিয়া ও বার্সেলোনার বিপক্ষে এর আগের দুটি ম্যাচে হারের পর বেশ খানিকটা পিছিয়ে গেছে রিয়াল।
প্রতিপক্ষের মাঠে রিয়ালের পক্ষে প্রথম গোলটি করেছিলেন বেল। লুকা মদ্রিচের ক্রস থেকে দারুণ এক হেড করে এইবারের জালে বল জড়িয়ে দিয়েছেন ওয়েলসের এই তারকা ফরোয়ার্ড। দ্বিতীয় গোলের দেখা পেতে অবশ্য আরো বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে রিয়ালকে। ৮২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেছেন রোনালদো। পুরো সময়ে আরো কয়েকটি গোলের দারুণ সুযোগ তৈরি করতে পারলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে পারেননি রিয়ালের খেলোয়াড়রা।
চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলের লজ্জাজনক হারের পর চাকরি নিয়েই টানাটানি শুরু হয়ে গিয়েছিল রিয়ালের নতুন কোচ রাফায়েল বেনিতেজের। সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের অব্যাহতিও দাবি করেছিলেন অনেক সমর্থক। তবে লা লিগায় আবার জয়ের ধারায় ফিরতে পেরে নিশ্চয়ই স্বস্তির নিশ্বাস ফেলেছেন বেনিতেজ। আর এভাবেই খেলতে থাকলে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী এই স্প্যানিশ কোচ, ‘সমর্থকরা জানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খেলোয়াড়দের ভালো পারফরম্যান্স। যেমনটা তারা আজ দেখিয়েছে। ভবিষ্যতে আমরা যদি আরো শক্তিশালী অবস্থানে যেতে চাই তাহলে আমাদের এটাই করে যেতে হবে।’