মাহমুদউল্লাহর অর্ধশতকে বরিশালের বড় সংগ্রহ
চিটাগং ভাইকিংসের বিপক্ষে প্রথম তিন ওভারের মধ্যেই তিনটি উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল বরিশাল বুলস। তবে প্রাথমিক ধাক্কা সামলে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে মাহমুদউল্লাহর দল। মাহমুদউল্লাহর ৫১ রানের অধিনায়কোচিত ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ১৭১ রান জমা করেছে বরিশাল।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম তিন ওভারের মধ্যেই বরিশাল হারিয়েছিল তিন উইকেট। প্রথম ওভারে ওয়েস্ট ইন্ডিজের তরুণ বাঁহাতি ওপেনার এভিন লুইসকে আউট করেছেন তিলকারত্নে দিলশান। দ্বিতীয় ওভারে আরেক ওপেনার রনি তালুকদারকে সাজঘরমুখী করেছেন মোহাম্মদ আমির। তৃতীয় ওভারে বরিশালকে আবার জোরালো ধাক্কা দিয়েছেন শফিউল ইসলাম। আউট করেছেন সাব্বির রহমানকে। তিনজনই আউট হয়েছেন এলবিডব্লিউ হয়ে। রানের খাতা খুলতে পারেননি সাব্বির ও রনি। চতুর্থ উইকেটে ৪০ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়েছিলেন মেহেদি মারুফ ও অধিনায়ক মাহমুদউল্লাহ। কিন্তু দশম ওভারে এই জুটি ভেঙে আবার বরিশালকে চাপের মুখে ফেলে দিয়েছেন জিয়াউর রহমান। ২৫ বলে ২৮ রান করে ফিরে গেছেন মারুফ। নিজের পরের ওভারে নাদিফ চৌধুরীকেও আউট করেছেন জিয়াউর। তবে পাঁচ উইকেট হারালেও শেষ পর্যায়ে ঝড়ো ব্যাটিং চালিয়ে গেছেন মাহমুদউল্লাহ, সেক্কুগে প্রসানা ও কেভন কুপার। ষষ্ঠ উইকেটে মাত্র ৩৩ বল খেলে ৬১ রান যোগ করেছেন মাহমুদউল্লাহ ও প্রসানা। শেষ ১০ ওভারেই বরিশাল জমা করেছে ১১৫ রান। ২০ বলে ৩৬ রান করেছেন প্রসানা। ১১ বলে ২১ রানের ঝড়ো ইনিংস এসেছে কুপারের ব্যাট থেকে।
দুদিন বিরতির পর আবার মাঠে গড়িয়েছে বিপিএল। চট্টগ্রামে শুরু হয়েছে দ্বিতীয় পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবারের বিপিএলের ১৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে মাহমুদউল্লাহর বরিশাল বুলস ও তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। শুরুতেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগংয়ের অধিনায়ক তামিম।
চার ম্যাচ খেলে মাত্র একটিতে জয়ের পর দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে চিটাগং। কিছুটা ভালো অবস্থানে আছে বরিশাল। তিন ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে তারা আছে চিটাগংয়ের ঠিক ওপরে, চার নম্বর স্থানে। চার ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ানস।