লা লিগায় রোনালদোকে হারালেন মেসি
২০১৬ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার লিওনেল মেসির হাতেই উঠবে এমনটাই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের সঙ্গে মেসিও আছেন তিনজনের সংক্ষিপ্ত তালিকায়। আগামী বছরের শুরুতে জানা যাবে এবারের বর্ষসেরা ফুটবলারের নাম। তবে তার আগেই রোনালদোকে একবার পেছনে ফেললেন মেসি। ২০১৪-১৫ মৌসুমে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে বার্সেলোনাকে ট্রেবল জেতানোর পর লা লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে আর্জেন্টাইন এই তারকার হাতে।
২০০৮-০৯ মৌসুম থেকে এই পুরস্কার প্রদান শুরু হওয়ার পর প্রথম চারটি মৌসুমেই লা লিগার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন মেসি। ২০১৩-১৪ মৌসুমে অবশ্য হারিয়েছিলেন শ্রেষ্ঠত্ব। সেবার পুরস্কারটা উঠেছিল রোনালদোর হাতে। তবে এক মৌসুম পরই আবার হারানো শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করতে পেরেছেন মেসি।
মেসির পাশাপাশি বার্সেলোনার আরো দুই খেলোয়াড়ও জিতেছেন পুরস্কার। ২০১৪-১৫ মৌসুমে সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন বার্সেলোনার চিলিয়ান গোলরক্ষক ক্লদিও ব্রাভো। লা লিগার সেরা লাতিন আমেরিকান ফুটবলারের পুরস্কার জিতেছেন নেইমার। সেরা কোচের পুরস্কারও উঠেছে বার্সেলোনার লুইস এনরিকের হাতে।
দুটি পুরস্কার গেছে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঘরে। লা লিগার সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছেন রিয়ালের সার্জিও রামোস। সেরা মিডফিল্ডার হামেস রদ্রিগেজ।
একেবারে খালি হাতে ফিরতে হয়নি এ সময়ের অন্যতম সেরা ফুটবলার রোনালদোকে। দর্শকদের ভোটে মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পর্তুগালের এই তারকা ফুটবলার।