সহজ জয়ে গ্রুপসেরা বাংলাদেশ
প্রথম দুই ম্যাচে স্বাগতিক থাইল্যান্ড ও স্কটল্যান্ডকে উড়িয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের তৃতীয় ম্যাচেও সহজ জয় পেয়েছে জাহানারা আলমের দল। মঙ্গলবার পাপুয়া নিউগিনিকে ৪১ রানে হারানোয় ‘এ’ গ্রুপের শ্রেষ্ঠত্বও নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের মেয়েদের। পাঁচ উইকেট নেওয়া খাদিজাতুল কুবরার দুর্দান্ত বোলিং বাংলাদেশের সহজ জয়ের ভিত গড়ে দিয়েছে।
থাইল্যান্ডের ব্যাংককে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০০ রান করেছে বাংলাদেশ। সর্বোচ্চ ২৮ রান করেন ফারজানা হক। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান নিগার সুলতানার।
ব্যাটিংয়ে জ্বলে উঠতে না পারলেও বল হাতে দারুণ সাফল্য বাংলাদেশের মেয়েদের। বিশেষ করে অফস্পিনার কুবরার। তাঁর পাঁচ উইকেটের পেছনে খরচ মাত্র ১১ রান। লেগস্পিনার রুমানা আহমেদ তিন উইকেট নিয়েছেন ১৩ রানে। একটি করে উইকেট অধিনায়ক জাহানারা আর লতা মণ্ডলের। জাহানারার দলের মারাত্মক বোলিংয়ে মাত্র ৫৯ রানে অলআউট হয়ে গেছে পাপুয়া নিউগিনি।
আগামী ৩ ডিসেম্বর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপ রানার্সআপ জিম্বাবুয়ে। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ফাইনাল হবে ৫ ডিসেম্বর।
বাছাইপর্বের চ্যাম্পিয়ন ও রানার্সআপ আগামী বছর ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। প্রতিযোগিতায় সরাসরি খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।