মুস্তাফিজকে চাপের বাইরে রাখার অনুরোধ মাশরাফির
মুস্তাফিজের প্রিয় বড় ভাই জাতীয় দলের অধিনায়ক মাশরাফি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বুধবার উভয়ে ছিলেন প্রতিদ্বন্দ্বী। মাশরাফির দল কুমিল্লা ভিক্টোরিয়ানস পরাজিত করেছে মুস্তাফিজের ঢাকা ডাইনামাইটসকে। কিন্তু খেলা শেষে সংবাদ সম্মেলনে মাশরাফিকে ব্যস্ত থাকতে হলো মুস্তাফিজ কীর্তিতেই।
আবারও কীর্তি গড়েছেন ভারত বধের নায়ক। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে ঠাঁই করে নিয়েছেন মুস্তাফিজ।
মাশরাফি কীভাবে দেখছেন বিষয়টা? ‘এটা আমাদের সবার জন্য একটা বড় অর্জন। আশা করি তাঁর ধারাবাহিকতা থাকবে। এখানেই শেষ নয়, আশা করি টেস্ট দলেও সে একাদশে জায়গা করে নেবে। তবে এ মুহূর্তে সে এত তরুণ আর এত নতুন এসে এত বড় একটা জায়গায় অবস্থান নিয়ে নিয়েছে, পুরো বাংলাদেশের জন্য এটা গর্বের ব্যাপার।’
মাশরাফি আরো বলেন, ‘আমরা কেউ আশা করিনি ও এত কিছু অর্জন করবে। শুধু আইসিসি একাদশে সুযোগ পাওয়া বড় ব্যাপার নয়। সে যেভাবে বল করে, পুরো টিমের ব্যালেন্স সে অন্যরকম করে দিয়েছে, এটা আমরা আগেই জানি। এখন নতুন একটা জিনিস যোগ হলো আইসিসি একাদশে তাঁর নাম এসেছে।’
নতুন, একদমই তরুণ মুস্তাফিজকে সব ধরনের চাপের বাইরে রাখার অনুরোধ করলেন বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেন, ‘আমি আশা করব যে ওর ওপর যেন অপ্রয়োজনীয় চাপ তৈরি করা না হয়। কারণ খেলায় খারাপ সময় আসতেই পারে। প্রত্যাশা এমন পর্যায়ে যেন না যায়, কালকে একটা-দুইটা ম্যাচ খারাপ করে তার ওপর যেন মানসিক চাপ তৈরি করে। এগুলো খুব গুরুত্বপূর্ণ । এ ব্যালেন্সগুলো আমাদের বাইরে থেকে করতে হবে। কারণ সে এখনো খুব তরুণ।’
মাশরাফি আরো বলেন, ‘সে যদি আগামী ১০ থেকে ১৫ বছর বাংলাদেশকে সার্ভিস দিতে পারে, ও বাংলাদেশের জন্য এমন কিছু অর্জন করবে যেটা আগে কেউ কখনো করেনি।’