জিতেও ছিটকে পড়ার আশঙ্কায় রিয়াল মাদ্রিদ
কোপা দেল রের শেষ ষোলোতে যাওয়ার লড়াইয়ে ক্যাদিজের বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু তার পরও আশঙ্কায় আছে এই প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার। ভিলারিয়াল থেকে রিয়ালে আসা রাশিয়ান উইঙ্গার ডেনিস চেরশেভকে মাঠে নামানো নিয়েই বেধেছে বিপত্তি।
গত মৌসুমে ভিলারিয়ালের জার্সি গায়ে খেলার সময় কোপা দেল রে-তে তিনটি হলুদ কার্ড দেখে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন চেরশেভ। হিসাব অনুসারে কোপা দেল রে-র একটি ম্যাচ মাঠের বাইরে থাকার কথা ছিল এই রাশিয়ান উইঙ্গারের। কিন্তু গত সেপ্টেম্বরে রিয়ালে যোগ দেওয়ার পর সেই কথা আর কারো মাথায় ছিল না। প্রথম একাদশেই চেরশেভকে রেখেছিলেন রিয়ালের কোচ রাফায়েল বেনিতেজ। তিন মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটিও করেছিলেন চেরশেভ। পরে নিষেধাজ্ঞার ব্যাপারটি সামনে আসার পর দ্বিতীয়ার্ধেই তাঁকে তুলে নিয়েছিলেন বেনিতেজ। কিন্তু তাতে সমস্যার নিষ্পত্তি না-ও হতে পারে।
এ ব্যাপারে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে লিখিত অভিযোগ করতে যাচ্ছে ক্যাদিজ। ক্লাবটির সভাপতি ম্যানুয়েল ভিজকাইনো বলেছেন, ‘মাদ্রিদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে। কিন্তু আমরা এ ব্যাপারে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমাদের মনে হয়েছে, এটা সমর্থকদের জন্য করা উচিত।’ বিষয়টি যে ভুল করে হয়েছে, সেটা স্বীকার করে নিয়ে রিয়ালের কোচ বেনিতেজ বলেছেন, ‘আমরা প্রথমার্ধের বিরতির সময় বিষয়টা টের পেয়েছি। আর তখনই তাঁকে মাঠ থেকে তুলে নিয়েছি। ক্লাবের কেউ এ ব্যাপারে জানত না। ফেডারেশন বা ভিলারিয়ালের পক্ষ থেকেও আমাদের কিছু বলা হয়নি।’
গত মৌসুমে শেষ ষোলোর লড়াই থেকে ছিটকে পড়েছিল রিয়াল। এবারও যদি চেরশেভ-সংক্রান্ত জটিলতায় তাদের ছিটকে পড়তে হয়, তাহলে সেটা খুবই হতাশাজনক হবে রিয়াল সমর্থকদের জন্য। কোপা দেল রের অপর ম্যাচে ভিলানোভেনসকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলোর লড়াই নিশ্চিত করেছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।