কোনোমতে একশ পেরোল সাকিবের রংপুর
টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটা যে সঠিক ছিল, তা খুব ভালোমতোই প্রমাণ করেছেন বরিশাল বুলসের বোলাররা। দাপুটে নৈপুণ্য দেখিয়ে রংপুর রাইডার্সকে আটকে দিয়েছেন মাত্র ১০৪ রানে। শেষ ওভারে ১০ রান নিয়ে কোনোমতে একশ পেরিয়েছে সাকিব আল হাসানের দল। রংপুরের পক্ষে সর্বোচ্চ ২৪ রানের ইনিংস খেলেছেন ওপেনার জহুরুল ইসলাম।
প্রথম ওভারে আট রান সংগ্রহ করে শুরুটা ভালোভাবেই করেছিল রংপুর। কিন্তু দ্বিতীয় ওভারেই তাদের জোড়া ধাক্কা দেন আল-আমিন হোসেন। এক ওভারেই তুলে নেন ওপেনার সৌম্য সরকার ও অধিনায়ক সাকিবের উইকেট। ষষ্ঠ ওভারে মোহাম্মদ মিথুনকে সাজঘরমুখী করেছেন তাইজুল ইসলাম। দশম ওভারে ২৪ রান করা ওপেনার জহুরুল আউট হয়ে গেলে আরো বিপাকে পড়ে যায় রংপুর। ২২ রান করে দলের হাল ধরার চেষ্টা করেছিলেন মিসবাহ-উল-হক। কিন্তু ১৪তম ওভারে মিসবাহ ও মোহাম্মদ নবীকে আউট করে আবার রংপুরকে জোড়া ধাক্কা দেন মোহাম্মদ সামি। রংপুরের অন্যতম ব্যাটিং ভরসা থিসারা পেরেরাও ফিরে গেছেন মাত্র ৯ রান করে। শেষ পর্যায়ে আল-আমিনের ১৭ ও ওয়াহাব রিয়াজের ১২ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ১০৩ রান জমা করেছে রংপুর।
বরিশালের পক্ষে দারুণ বোলিং করে তিনটি উইকেট নিয়েছেন আল-আমিন হোসেন। দুটি করে উইকেট পেয়েছেন রায়ান এমরিট ও মোহাম্মদ সামি।
বরিশাল বুলসের বিপক্ষে প্রথম মুখোমুখি লড়াইয়ে হারের মুখ দেখেছিল রংপুর রাইডার্স। আজো সেই ঘটনার পুনরাবৃত্তি করতে পারলে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করতে পারবে মাহমুদউল্লাহর দল। প্রায় নিশ্চিত হয়ে যাবে পরবর্তী রাউন্ড।
পাঁচ ম্যাচ শেষে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে বরিশাল। আর এক ম্যাচ বেশি খেলে রংপুরের সংগ্রহ আট পয়েন্ট। তারা আছে তৃতীয় স্থানে।