খেলার ৬৩ মিনিটে প্রেসিডেন্টের নির্দেশে টাইব্রেকার!
কখনো কখনো ফুটবল খেলার সময় অনেক দীর্ঘায়িত হতে পারে। কোনো পক্ষই যখন সময়মতো জালে বল জড়াতে পারছে না, তখন খেলার সময় বাড়ানো ছাড়া আর কি-ই বা করার আছে?
তেমনই এক খেলা চলছিল আফ্রিকার দেশ মৌরিতানিয়ায়। দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এফসি তেরাগ জেইনা এবং এসিএস কেসারের মধ্যে গত সপ্তাহে একটি ফুটবল ম্যাচ ছিল। খেলায় দুই দলই ১-১ গোল করেছিল। নতুন কোনো গোল না হওয়ায় খেলা চলছিল। দর্শকরাও তুমুল আগ্রহে আরেকটি গোলের জন্য অপেক্ষা করছিলেন।
কিন্তু অপেক্ষা আর সহ্য হলো না মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদ ওবুল আবদেল আজিজের। তাই ওই মুহূর্তে খেলা থামিয়ে টাইব্রেকারের নির্দেশ দিলেন তিনি। হঠাৎ এই সিদ্ধান্তে খেলোয়াড়রা যেমন অবাক, তেমনি অবাক দর্শকরাও। তবে প্রেসিডেন্টের নির্দেশ যেহেতু পালন তো করতেই হবে। তাই ৬৩ মিনিটেই টাইব্রেকারে শেষ হলো সুপার কাপের ফাইনাল।
অবশ্য খেলার মধ্যে এমন নির্দেশ দেওয়ার কথা পুরোপুরি অস্বীকার করেছে মৌরিতানিয়ার প্রেসিডেন্টের অফিস এবং ফুটবল অ্যাসোসিয়েশন।
এ বিষয়ে একটি বিবৃতিও দিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়। সেখানে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট খেলায় হস্তক্ষেপ করেছেন এমন অভিযোগ শক্তভাবে অস্বীকার করা হচ্ছে।’