তামিমের দলকে বাঁচালেন উমর আকমল
সিলেট সুপারস্টার্সের বিপক্ষে আগের ম্যাচে বিশাল জয় দিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল চিটাগং ভাইকিংস। তবে পরের ম্যাচে ব্যাটিংটা তেমন ভালো হলো না তামিমের দলের। বৃহস্পতিবার বিপিএলের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে পাঁচ উইকেটে ১৩৬ রান করেছে চট্টগ্রামের দলটি।
বুধবার চিটাগং ভাইকিংসকে ১০ উইকেটের দুরন্ত জয় এনে দিয়েছিলেন তামিম ইকবাল ও তিলকারত্নে দিলশান। দুই ওপেনারই অপরাজিত ছিলেন ৬৭ রান করে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লার বিপক্ষেও স্বাগতিকদের ভালো সূচনা এনে দিয়েছে তামিম-দিলশান জুটি।
তবে তামিমের বিদায়ে (২৭) ৫১ রানের উদ্বোধনী জুটি ভেঙে যাওয়ার পর কিছুটা খেই হারিয়ে ফেলে চট্টগ্রামের দলটি। দিলশান ৩৯ রান করলেও অন্য প্রান্তে উইকেট পড়ছিল নিয়মিত বিরতিতে।
পাকিস্তানের আক্রমণাত্মক ব্যাটসম্যান উমর আকমল অবশ্য দলের হাল ধরেছেন। আগের ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি। বলা ভালো তামিম-দিলশান তাঁকে সেই সুযোগ দেননি। সেই ‘ক্ষোভ’ কুমিল্লার বোলারদের ওপর ভালোভাবেই মিটিয়েছেন ওমর। অন্য প্রান্ত থেকে তেমন সহায়তা পাননি। তবে তাতে দমে না গিয়ে একাই দলকে টেনে নিয়ে গেছেন।
একটু আফসোস অবশ্য করতেই পারেন উমর। অল্পের জন্য অর্ধশতক করতে পারেননি। তাঁর ৩৪ বলে অপরাজিত ৪৯ রানের আক্রমণাত্মক ইনিংসটা সাজানো চারটি চার ও দুটি ছক্কায়।