তামিমদের হারিয়ে শীর্ষে মাশরাফির কুমিল্লা
বিপিএলের দ্বিতীয় পর্ব শেষ হলো বৃহস্পতিবার। চট্টগ্রামে দ্বিতীয় পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। এই পর্বের শেষ ম্যাচে তামিমের চিটাগং ভাইকিংসকে মাশরাফির দল হারিয়েছে পাঁচ উইকেটে।
সপ্তম ম্যাচে পঞ্চম জয়ে কুমিল্লার সংগ্রহ ১০ পয়েন্ট। বরিশাল বুলসেরও ১০ পয়েন্ট, তবে নেট রান রেটে এগিয়ে আছে মাশরাফির দল। অন্যদিকে অষ্টম ম্যাচে ষষ্ঠ হারে চিটাগং ভাইকিংসের শেষ চারের আশা আরো কঠিন হয়ে পড়ল।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা কুমিল্লা ভিক্টোরিয়ানসের শুরুটা ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারেই লিটন দাসকে (৩) জিয়াউর রহমানের ক্যাচ বানিয়ে স্বাগতিক দলকে ‘ব্রেক থ্রু’ এনে দিয়েছেন তাসকিন আহমেদ।
অন্য ওপেনার ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা অবশ্য ভালো মতোই সামলে উঠেছেন আহমেদ শেহজাদ। দ্বিতীয় উইকেটে কুমিল্লাকে ৫২ রানের জুটি উপহার দিয়েছেন দুজনে। ৩৫ রান করা ইমরুলকে কট বিহাইন্ড করে জুটিটা ভেঙেছেন তিলকারত্নে দিলশান।
৫৫ রানে দ্বিতীয় উইকেট পতনের পর জুটি বেঁধেছেন শেহজাদ ও শোয়েব মালিক। শেহজাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে জয়ের পথে এগিয়ে যাচ্ছিল কুমিল্লা। তাসকিনের করা ইনিংসের চতুর্দশ ওভারে তিনটি চারসহ ১৫ রান তুলে নিয়েছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। তবে পরের ওভারে স্বদেশের বিলাওয়াল ভাট্টিকে তুলে মারতে গিয়ে লং-অফে জিয়াউর রহমানের হাতে ধরা পড়েছেন শেহজাদ (৩৭)।
বলের সঙ্গে রানের ব্যবধান বেড়ে যাওয়ায় কুমিল্লার ওপর চাপ বাড়ছিল। মোহাম্মদ আমিরের করা ১৭তম ওভারে জোড়া ধাক্কা মাশরাফির দলের ওপরে চাপ বাড়িয়ে দিয়েছে আরো। সেই ওভারের তৃতীয় বলে আশার জাইদিকে (৮) কট বিহাইন্ড করার পর শেষ বলে শুভাগত হোমকে (২) বোল্ড করেছেন আমির।
তবে শোয়েব মালিককে আউট করতে পারেনি স্বাগতিক দল। ২৩ বলে ৩৪ রানে অপরাজিত থেকে তিনি জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে। তখন তাঁর সঙ্গে ছিলেন ১০ রানে অপরাজিত অলক কাপালি।