কোপা দেল রে থেকে বহিষ্কার রিয়াল মাদ্রিদ
লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলে হেরে বেশ খানিকটা পিছিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে আরো একটা বড় দুর্ঘটনার মুখে পড়তে হলো স্পেন ও ইউরোপের সফলতম এই ক্লাবকে। এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া রাশিয়ান উইঙ্গার ডেনিস চেরশেভকে ভুলবশত মাঠে নামানোর ফলে কোপা দেল রে থেকে বহিষ্কার করা হয়েছে রিয়ালকে। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানানো হয়েছে রিয়ালের পক্ষ থেকে।
গত মৌসুমে ভিলারিয়ালের জার্সি গায়ে খেলার সময় কোপা দেল রে-তে তিনটি হলুদে কার্ড দেখে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন চেরশেভ। হিসাব অনুসারে কোপা দেল রের একটি ম্যাচ মাঠের বাইরে থাকার কথা ছিল এই রাশিয়ান উইঙ্গারের। কিন্তু গত সেপ্টেম্বরে রিয়ালে যোগ দেওয়ার পর সেই কথা আর কারো মাথায় ছিল না। প্রথম একাদশেই চেরভেশকে রেখেছিলেন রিয়ালের কোচ রাফায়েল বেনিতেজ। তিন মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটিও করেছিলেন চেরশেভ। পরে নিষেধাজ্ঞার ব্যাপারটি সামনে আসায় দ্বিতীয়ার্ধেই তাঁকে তুলে নিয়েছিলেন বেনিতেজ। ক্যাদিজের বিপক্ষে ম্যাচটা রিয়াল জিতেছিল ৩-১ গোলে। কিন্তু নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চেরশেভকে মাঠে নামানোয় কোপা দেল রে থেকেই ছিটকে যেতে হলো রিয়ালকে। শুক্রবার রিয়ালের বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। একই সঙ্গে ছয় হাজার ইউরো জরিমানাও করা হয়েছে রিয়ালকে।
এই নিষেধাজ্ঞা ও জরিমানার বিরুদ্ধে আগামী ১০ দিনের মধ্যে আপিল করতে পারবে রিয়াল। আর তেমনটাই করতে যাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। এক বিবৃতির মাধ্যমে রিয়াল বলেছে, ‘চেরশেভকে এই নিষেধাজ্ঞার ব্যাপারে কিছু জানানো হয়নি। আমরা এটার প্রমাণও হাজির করতে পারব। আমরা আমাদের জায়গায় শক্ত থাকব। আর প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব যেন চূড়ান্ত ফলটা আমাদের পক্ষে আসে।’
গত মৌসুমে কোপা দেল রের শেষ ষেলোর লড়াই থেকে ছিটকে পড়েছিল রিয়াল মাদ্রিদ। আর এবার চেরশেভ সংক্রান্ত জটিলতায় শেষ ৩২ পর্বের লড়াই থেকেই বিদায় নিতে হতে পারে ১৯টি কোপা দেল রে শিরোপাজয়ী রিয়ালকে।