রানের পাহাড় গড়ছে ভারত
ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের দুটি ম্যাচই শেষ হয়েছে তিনদিনে। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে অন্তত তেমনটা হচ্ছে না। তৃতীয় দিনের খেলা শেষে অবশ্য শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ঝলসে উঠেছে অজিঙ্কা রাহানের ব্যাট। সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলিও। আর এই দুজনের ব্যাটে ভর করে রানের পাহাড় গড়তে চলেছে স্বাগতিক ভারত। তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর দাঁড়িয়েছে: ১৯০/৪। এগিয়ে আছে ৪০৩ রানে।
প্রথম ইনিংসে রাহানের ১২৭ রানের দারুণ ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ৩৩৪ রান জমা করেছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয়েছিল মাত্র ১২১ রানে। ২১৩ রানের বিশাল ব্যবধানে এগিয়ে থেকে আজ তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে ভারত। শুরুতে চাপের মুখে পড়লেও কোহলি ও রাহানের দারুণ ব্যাটিংয়ে শক্ত অবস্থান তৈরি করেছে স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে ৫৭ রানের মধ্যেই ভারত হারিয়েছিল চারটি উইকেট। পঞ্চম ওভারে ওপেনার মুরলি বিজয়কে আউট করেছিলেন মর্নে মরকেল। নিজের পরের ওভারে রোহিত শর্মাকেও শূন্য রানে সাজঘরে ফেরান এই প্রোটিয়া পেসার। ২৯তম ওভারে ভারতের আরেক ওপেনার শিখর ধাওয়ানকেও (২১) সাজঘরমুখী করেছেন মরকেল। দুই ওভার পরে চেতেশ্বর পূজারাকে (২৮) আউট করেন ইমরান তাহির। এরপর অবশ্য দিনের বাকিটা সময় প্রোটিয়া বোলারদের হতাশায় ডুবিয়েছেন কোহলি-রাহানে। পঞ্চম উইকেটে ১৩৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে তৃতীয় দিন শেষে অপরাজিত আছেন এই দুই ব্যাটসম্যান। ৮৩ রান করে টেস্ট ক্যারিয়ারের দ্বাদশ শতকের খুব কাছাকাছি চলে গেছেন কোহলি। রাহানে অপরাজিত আছেন ৫২ রান করে।