বার্সেলোনাকে রুখে দিল ভ্যালেন্সিয়া
গত ১৮ অক্টোবর লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে সেভিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে গিয়েছিল বার্সেলোনা। তার পর নেইমার ও লুইস সুয়ারেজের দুর্দান্ত নৈপুণ্যে ভর করে লা লিগায় জিতেছিল টানা ছয়টি ম্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকেও হারিয়েছিল ৪-০ গোলের বড় ব্যবধানে। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনা জিতেছিল টানা ১০টি ম্যাচ। উড়তে থাকা এই দুর্দান্ত বার্সাকে রোববার রুখে দিয়েছে ভ্যালেন্সিয়া। ১-১ গোলের ড্র করে মাঠ ছাড়তে হয়েছে গত মৌসুমের ট্রেবলজয়ীদের।
ভ্যালেন্সিয়ার মাঠে প্রথমার্ধে বেশ কয়েকবার দারুণ সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি বার্সেলোনার তারকারা। দ্বিতীয়ার্ধে অবশ্য আর হতাশ হতে হয়নি বার্সা সমর্থকদের। ৫৯ মিনিটে মেসির পাস থেকে বল পেয়ে গোল করেন সুয়ারেজ। ম্যাচের প্রায় শেষ সময় পর্যন্ত এই ১-০ গোলের ব্যবধানেই এগিয়ে ছিল বার্সা। কিন্তু ৮৬ মিনিটে বার্সার জলে বল জড়িয়ে দেন ভ্যালেন্সিয়ার ফরোয়ার্ড সান্তি মিনা। ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় কাতালানদের। এটিই লা লিগার এবারের মৌসুমে বার্সেলোনার প্রথম ড্র।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ড্র করার পরও অবশ্য পয়েন্ট তালিকার শীর্ষস্থান হারাতে হয়নি বার্সাকে। ১৪ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে সবার ওপরেই আছে লুইস এনরিকের শিষ্যরা। গ্রানাডাকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছে আতলেতিকো মাদ্রিদ। ১৪ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৩২ পয়েন্ট। আর সমানসংখ্যক ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদের ঘরে জমা হয়েছে ৩০ পয়েন্ট। রোববার করিম বেনজেমা, ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেলের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে গেটাফেকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল।