৫৮ রানেই শেষ বরিশালের ইনিংস
সিলেট সুপারস্টার্সের বিপক্ষে এবারের বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন ওয়েস্ট ইন্ডিজের মারমুখী ব্যাটসম্যান ক্রিস গেইল। একটা ছয় মেরে শুরুও করেছিলেন দারুণভাবে। বরিশাল বুলস রানের পাহাড় গড়বে এমনটাই হয়তো অনুমান করেছিলেন অনেকে। কিন্তু বাস্তবে ঘটল ঠিক উল্টো ঘটনা। গেইলকে পেয়ে যেখানে আরো শক্তিশালী হওয়ার কথা, সেখানে বরিশাল পড়েছে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে। শেষপর্যন্ত মাত্র ৫৮ রানে গুটিয়ে গেছে ১৬ ওভারের মধ্যে। এটাই এখন পর্যন্ত বিপিএলের সর্বনিম্ন স্কোর।
টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৫ রান যোগ করেছিলেন দুই ক্যারিবিয়ান ওপেনার এভিন লুইস ও গেইল। তৃতীয় ওভারের শেষ বলে লুইসকে (১২) সাজঘরে ফেরান পাকিস্তানি পেসার সোহেল তানভির। পরের ওভারে গেইলকেও আউট করেন মোহাম্মদ শহীদ। এরপর বরিশালকে জোড়া ধাক্কা দেন রুবেল হোসেন। নিজের টানা দুই ওভারে সাজঘরমুখী করেন রনি তালুকদার (৩) ও বরিশাল অধিনায়ক মাহমুদউল্লাহকে (২)। দশম ওভারে দারুণ বোলিং করে বরিশালকে আরো চাপের মুখে ফেলে দিয়েছেন রবি বোপারা। এক ওভারেই তুলে নিয়েছেন সাব্বির রহমান, সেকুগে প্রসানা ও মেহেদি মারুফের উইকেট। শেষপর্যায়ে মোহাম্মদ সামি খেলেছেন দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রানের ইনিংস। সামি ও লুইস ছাড়া আর কেউই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা।
দুবাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে সিলেট সুপারস্টার্সের সঙ্গে যোগ দিয়েছেন আফ্রিদি। চট্টগ্রামে এরই মধ্যে একটি ম্যাচ খেলেও ফেলেছেন পাকিস্তানের এই অভিজ্ঞ ক্রিকেটার। চিটাগং ভাইকিংসের বিপক্ষে সেই ম্যাচে ৬২ রানের দারুণ ইনিংস খেললেও জয় এনে দিতে পারেননি দলকে। এখন বাঁচা-মরার লড়াইয়ের আগে অধিনায়কত্বের দায়িত্বও দেওয়া হয়েছে আফ্রিদিকে। সেই দায়িত্ব দারুণভাবেই পালন করছেন তিনি। চার ওভার বল করে মাত্র পাঁচ রানের বিনিময়ে তুলে নিয়েছেন দুটি উইকেট।
চার ওভার বল করে ১২ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন রবি বোপারা। দুটি করে উইকেট পেয়েছেন রুবেল হোসেন ও মোহাম্মদ শহীদ।