লজ্জার রেকর্ড গড়ে মাহমুদউল্লাহর ক্ষোভ
বিপিএলে আগের ছয় ম্যাচের পাঁচটিতেই জিতেছিল বরিশাল বুলস। ১০ পয়েন্ট নিয়ে শেষ চারে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করে তুলেছিল তারা। অথচ সপ্তম ম্যাচে সেই বরিশালই বিপর্যস্ত। সিলেট সুপারস্টার্সের বিপক্ষে মাত্র ৫৮ রানে অলআউট হয়ে বিপিএলে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়েছে তারা। বরিশাল অধিনায়ক মাহমুদউল্লাহ সে জন্য ব্যাটসম্যানদের ওপর ভীষণ ক্ষুব্ধ।
রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা খুব বাজে ব্যাটিং করেছি। এই ব্যর্থতা অমার্জনীয়। অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেটে এমন হতেই পারে।’
ব্যাটসম্যানদের আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়ে বরিশাল অধিনায়ক বলেন, ‘এবারের বিপিএলে আমাদের বোলাররা ভালো করলেও ব্যাটসম্যানরা তেমন ভালো করতে পারছে না। পরের ম্যাচগুলোতে আমাদের আরো সতর্ক থাকতে হবে। তা না হলে আমরা লড়াইয়ে পিছিয়ে পড়ব।’
সিলেটকে শক্তিশালী দল হিসেবে রায় দিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘সিলেট যথেষ্ট শক্তিশালী দল। যদিও এবারের বিপিএলে তাদের পারফরম্যান্স তেমন ভালো নয়। অবশ্য তারা যে ম্যাচগুলো হেরেছে সেগুলোর বেশির ভাগই খুব কম ব্যবধানে হেরেছে। আমি যাকে দুর্ভাগ্যই বলব। তবে আজকের ম্যাচে তারা প্রমাণ করেছে ভালো করার সামর্থ্য তাদের আছে।’
এর আগে বিপিএলে দলীয় সর্বনিম্ন স্কোর ছিল ৬৭ রান। ২০১৩ সালে দ্বিতীয় বিপিএলে চিটাগং কিংসের বিপক্ষে লজ্জার রেকর্ডটা গড়েছিল খুলনা রয়েল বেঙ্গলস। রোববার থেকে যে লজ্জা বরিশাল বুলসের।