সাকিবের দলের বিপক্ষে ঢাকার মাঝারি সংগ্রহ
আগের ম্যাচে বরিশাল বুলস মাত্র ৫৮ রানে অলআউট হওয়ায় একদমই লড়াই হয়নি। সহজেই ৯ উইকেটে জিতেছে সিলেট সুপারস্টার্স। তবে রোববার বিপিএলের দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা। রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের সংগ্রহ ৭ উইকেটে ১৩৫ রান। টি-টোয়েন্টি ক্রিকেটের বিচারে হয়তো খুব বেশি রান নয়। তবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ‘অননুমেয়’ পিচের কথা মাথায় রাখলে এই রান নিয়ে ভালোই লড়াই করা উচিত।
টস জিতে ব্যাট করতে নামা ঢাকা ডায়নামাইটস সৈকত আলীর (১৩ বলে ১৮) আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরও ৩৯ রানে তিন উইকেট হারিয়ে বেশ অস্বস্তিতে পড়ে যায়। তবে অধিনায়ক কুমার সাঙ্গাকারা আর আইকন খেলোয়াড় নাসির হোসেনের প্রতিরোধে স্বস্তি ফিরতেও দেরি হয়নি।
চতুর্থ উইকেটে ৪৫ রানের জুটি গড়ার পর বিচ্ছিন্ন হয়েছেন দুজনে। রংপুর অধিনায়ক সাকিব আল হাসানের দুর্দান্ত থ্রো রান আউট করে দিয়েছে সাঙ্গাকারাকে (২৯)। ৩০ রান করা নাসিরকে বোল্ড করেছেন বাঁ-হাতি স্পিনার আরাফাত সানি।
এরপর দলের হাল ধরেছিলেন মোসাদ্দেক হোসেন (১৩)। কিন্তু তিনিও রান আউটের শিকার। মোসাদ্দেকের বিদায়ের পর সোহেল খানের (৫ বলে অপরাজিত ৮) প্রচেষ্টা ১৩৫ পর্যন্ত নিয়ে গেছে ঢাকা ডায়নামাইটসকে।
২৯ রানে দুই উইকেট নিয়েছেন আরাফাত সানি। একটি করে উইকেট সাকিব ও ড্যারেন স্যামির।