গেইল-ঝড় থামতেই স্তব্ধ বরিশাল বুলস
আগের ম্যাচে মাত্র ৪৭ বলে ৯২ রান করে অপরাজিত ছিলেন। বিপিএলের এলিমিনেটর ম্যাচেও ক্রিস গেইলের ব্যাটে ঝড় উঠেছিল। তবে সেই ঝড় থামিয়ে দিয়েছেন ঢাকা ডায়নামাইটসের মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের দুর্দান্ত ইনসুইঙ্গারে বোল্ড হয়ে যাওয়া গেইলের অবদান ৩১ রান। ১৯ বলের আক্রমণাত্মক ইনিংসটি সাজানো চারটি চার ও দুটি ছক্কায়। গেইলের বিদায়ের পর সাব্বির রহমান ও অধিনায়ক মাহমুদউল্লাহ অনেক চেষ্টা করলেও বরিশাল বুলসকে তেমন বড় সংগ্রহ এনে দিতে পারেননি। পাঁচ উইকেটে ১৩৫ রান করেছে বরিশালের দলটি।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা বরিশাল বুলস প্রথম ওভারেই হারিয়েছে রনি তালুকদারকে (৪)। নাসির হোসেনকে আগের বলে বাউন্ডারি মেরেছিলেন রনি। পরের বলটি ছক্কা মারতে গিয়ে লং-অনে ম্যালকম ওয়ালারের হাতে ধরা পড়েছেন তিনি।
তবে মোসাদ্দেক হোসেনের পরের ওভারেই গেইল-ঝড় উঠেছে মিরপুরে। সেই ওভারে দুটি চার ও একটি ছক্কায় ১৬ রান তুলে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আক্রমণাত্মক ওপেনার।
চতুর্থ ওভারে আবার অফস্পিনার মোসাদ্দেকের ওপরে তাণ্ডব। সেই ওভারেও দুটি চার ও একটি ছক্কায় দলকে ১৪ রান উপহার দিয়েছেন গেইল।
অন্যপ্রান্তে সাব্বির শুরুতে কিছুটা শান্ত ছিলেন। তবে গেইলের প্রভাব পড়েছে তাঁর ওপরেও। আবুল হাসানের করা ষষ্ঠ ওভারে দুটি ছক্কা ও একটি চারে বরিশালকে ১৮ রান এনে দিয়েছেন সাব্বির।
দশম ওভারে বিদায় নিয়েছেন গেইল। তার তিন ওভার পর সাব্বিরও আউট হয়ে গেছেন ৪১ রান করে। ৩৯ বলের চমৎকার ইনিংসটা গড়ে উঠেছে তিনটি করে চার ও ছক্কায়। এরপর মাহমুদউল্লাহ (৩৩ বলে ৩৭) অনেক চেষ্টা করলেও দলকে দেড়শ পর্যন্ত নিয়ে যেতে পারেননি। ২১ রানে দুই উইকেট নিয়ে মুস্তাফিজ ঢাকার সেরা বোলার।
এই ম্যাচের বিজয়ী দল রোববার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে। রোববারের বিজয়ীরা আগামী মঙ্গলবার ফাইনালে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে।