লা লিগায় আবার হার রিয়ালের
শনিবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ড্র করে পয়েন্ট খুইয়েছিল বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সুযোগ ছিল জয় দিয়ে পয়েন্ট ব্যবধান কমিয়ে ফেলার। কিন্তু রোববার ভিলারিয়ালের বিপক্ষে ১-০ গোলে হেরে আবার পিছিয়ে পড়েছে রিয়াল।
নিজেদের মাঠে আট মিনিটের মাথায় ভিলারিয়ালকে এগিয়ে দিয়েছিলেন রবার্তো সোলদাদো। খেলার বাকি সময়ে এই গোল শোধের অনেক চেষ্টা করেও সফল হতে পারেননি রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলাররা। শেষপর্যন্ত এই ১-০ গোলের ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রিয়ালকে।
এই হারের ফলে ১৫ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকতে হচ্ছে রিয়ালকে। লা লিগার অপর ম্যাচে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ ২-১ গোলে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে ছুঁয়ে ফেলেছে শীর্ষে থাকা বার্সেলোনাকে। ১৫ ম্যাচ শেষে আতলেতিকো ও বার্সেলোনা; দুই দলেরই সংগ্রহ ৩৫ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে আছে বার্সা।
গত মাসে লা লিগায় টানা দুটি ম্যাচ হেরে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। সেভিয়ার বিপক্ষে ৩-২ গোলে হারের পর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে হেরেছিল ৪-০ গোলে। তারপর টানা দুটি ম্যাচ জিতে ঘুরে দাঁড়ালেও রোববার আবার হারের মুখ দেখতে হয়েছে রিয়ালকে। ম্যাচ শেষে রিয়ালের কোচ রাফায়েল বেনিতেজ বরেছেন, ‘প্রথমার্ধে আমরা যেভাবে খেলেছি তাতে আমি মোটেই খুশি নই। দ্বিতীয়ার্ধে যেভাবে খেলেছি, সেভাবেই আমাদের খেলতে হতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ভুলের জন্য আমাদের তিনটা পয়েন্ট হারাতে হলো।’