বার্সার সামনে আর্সেনাল, রিয়ালের প্রতিপক্ষ রোমা
গতবার ‘ট্রেবল’ জয়ের পথে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে নিয়েছিল বার্সেলোনা। এ মৌসুমেও ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টের অন্যতম ফেভারিট কাতালানরা। তবে শেষ ষোলর লড়াইয়ে বেশ কঠিন পরীক্ষা দিতে হবে মেসি-নেইমারদের। চ্যাম্পিয়নস লিগের ‘রাউন্ড অব সিক্সটিন’ বা দ্বিতীয় রাউন্ডে বার্সাকে খেলতে হবে আর্সেনালের বিপক্ষে।
সোমবার সুইজারল্যান্ডের নিয়নে শেষ ষোলর ড্রতে রিয়াল মাদ্রিদ অবশ্য খুব বেশি কঠিন প্রতিপক্ষকে পায়নি। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে টুর্নামেন্টের রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে ইতালির রোমার। ম্যানচেস্টার সিটিরও তেমন দুশ্চিন্তার কারণ নেই। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম শক্তিশালী দলটিকে খেলতে হবে ইউক্রেনের ডায়নামো কিয়েভের সঙ্গে।
তবে শেষ ষোলর দুটি ম্যাচে তীব্র লড়াইয়ের সম্ভাবনা। যার একটিতে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ প্রতিযোগিতার গতবারের রানার্সআপ ইতালির সেরি-আ বিজয়ী জুভেন্টাস। অন্য ম্যাচে ইংলিশ ও ফরাসি চ্যাম্পিয়ন চেলসি আর প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) লড়াইয়ে নামবে।
‘রাউন্ড অব সিক্সটিন’-এর বাকি তিন ম্যাচের লাইনআপ এ রকম—স্পেনের আতলেতিকো মাদ্রিদ বনাম নেদারল্যান্ডসের পিএসভি আইন্দহোভেন, পর্তুগালের বেনফিকা বনাম রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গ এবং জার্মানির ভল্ফসবুর্গ বনাম বেলজিয়ামের জেন্ট।