সব কৃতিত্ব কোচকেই দিলেন মাশরাফি
বিপিএলে প্রথমবার খেলতে এসেই কুমিল্লা ভিক্টোরিয়ানস চ্যাম্পিয়ন। এই দলকে শিরোপা এনে দেওয়ার পেছনে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অবদান অনেকখানি। তাঁর বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বই এই সাফল্যের মূল চাবিকাঠি। অথচ মাশরাফি সব কৃতিত্ব দিলেন দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘কুমিল্লার এই সাফল্যের পেছনে অনেকেরই অবদান রয়েছে। তবে আমি বলব পেছন থেকে মূল পরিকল্পনাটা করেছেন আমাদের কোচই। যার কথা হয়তো অনেকেই বলছেন না। তাঁর ক্ষুরধার ক্রিকেট-মস্তিষ্ক আমাদের এই সাফল্য এনে দিতে মূল ভূমিকা রেখেছে। তাই আমি পুরো কৃতিত্ব কোচকেই দিতে চাই।’
কুমিল্লার কোচকে তিনি তুলনা করেছেন জাতীয় দলের কোচের সঙ্গেও, ‘বাংলাদেশ দলের যেমন আছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে, যার পরিকল্পনায় জাতীয় দলের বর্তমান সময়ের এই সাফল্য। তেমনি কুমিল্লার এই চ্যাম্পিয়ন হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান কোচেরই। তাই বলে আমি অন্যদের অবদানকে খাটো করতে চাই না। একটি অর্জনের পেছনে অনেকেরই অবদান থাকে।’
আর ফাইনালে জেতা সম্ভব হয়েছে ইমরুল কায়েস ও অলক কাপালির অসাধারণ ব্যাটিং-দৃঢ়তায় বলে মনে করেন মাশরাফি, ‘আমার দৃষ্টিতে এই ম্যাচে ইমরুল অসাধারণ একটি অর্ধশতক করে দলকে ভালো অবস্থানে নিয়ে গেছেন। সেখান থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন অলক। দুজনেরই যথেষ্ট অবদান রয়েছে। তবে অলক তাঁর অভিজ্ঞতা দিয়ে দলকে শেষ পর্যন্ত দারুণ একটি জয় এনে দিতে পেরেছেন বলে তাঁর অবদান একটু বেশিই বলব।’