বিপিএল শিরোপা জয়ের আনন্দে উল্লসিত কুমিল্লাবাসী
মঙ্গলবার ফাইনালে শেষ বলের নাটকীয়তায় বরিশাল বুলসকে তিন উইকেটে হারিয়ে দিয়েছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ানস। বিপিএলের শিরোপা জয়ের আনন্দে উল্লসিত কুমিল্লাবাসী। আতশবাজি আর দফার দফায় আনন্দ মিছিলে মুখরিত কুমিল্লার রাজপথ।
এনটিভির কুমিল্লা প্রতিনিধি জানান, প্রথমবার অংশ নিয়েই বিপিএলের তৃতীয় আসরের শিরোপা জেতায় সব বয়সের মানুষ রাস্তায় নেমে আনন্দ উল্লাস করতে থাকে। বিজয়ের মাসের প্রথম প্রহরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জয় আনন্দে নতুন মাত্রা এনে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের।
সন্ধ্যা থেকেই নগরীর কান্দিরপাড়, ঝাউতলা চকবাজার, বাগিচাগাঁও, বাদুড়তলাসহ বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে বড় পর্দায় বিপিএলের ফাইনাল ম্যাচটি দেখতে উপচে পড়া ভিড় দেখা যায়।
খেলা শেষ হতেই নগরীর বাগিচাগাঁও, ঠাকুরপাড়া, শাসনগাছা, কাপ্তানবাজারসহ বিভিন্ন এলাকা থেকে বিজয় নিয়ে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় এসে প্রায় দশ হাজার লোক জড়ো হয়। আতশবাজি ফুটিয়ে, নেচেগেয়ে ও আনন্দ-উল্লাসে মেতে মুখরিত করে তোলে কুমিল্লা নগরীকে।
চান্দিনায় আনন্দ মিছিল
বরিশালকে হারিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হওয়ায় কুমিল্লার চান্দিনার অলিগলিতে আনন্দ মিছিল বের করা হয়। বাড়ি বাড়ি, পাড়া ও মহল্লায় মহল্লায় বইছে আনন্দের বন্যা। এলাকার কিশোর-যুবকসহ সব বয়সের মানুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাস্তায় নেমে দলের বিজয় উল্লাস করে।